মেনে চলুন এই সকল বিশেষ টিপস, সহজ উপায় কোলেস্টেরল থাকবে নিয়ন্ত্রণে, কমে হৃদরোগের ঝুঁকি

মেনে চলুন এই সকল বিশেষ টিপস, সহজ উপায় কোলেস্টেরল থাকবে নিয়ন্ত্রণে, কমে হার্ট অ্যাটাকের ঝুঁকি। দেখে নিন কী কী করবেন।

ডায়াবেটিস, প্রেসার, হাইপার টেনশন কিংবা কোলেস্টেরলের রোগী এখন ঘরে ঘরে। অল্প বয়সেই অনেকে আক্রান্ত হচ্ছে নানান রোগে। এই সকল রোগে আক্রান্ত হলে দেখা দিচ্ছে পরের পর সমস্যা। আজ রইল সমস্যা থেকে মুক্তির উপায়। টিপস রইল কোলেস্টেরলের রোগীদের জন্য। এবার থেকে মেনে চলুন এই সকল বিশেষ টিপস, সহজ উপায় কোলেস্টেরল থাকবে নিয়ন্ত্রণে, কমে হার্ট অ্যাটাকের ঝুঁকি। দেখে নিন কী কী করবেন।

আমলকি- খেতে পারেন আমলকি। এটি ভিটামিন সি, মিনারেল ও অ্যামিনো অ্যসিড পূর্ণ। যা কোলেস্টেরল লেভেল সঠিক রাখে। এছাড়াও এতে থাকা একাধিক উপাদান শরীরে জোগায় পুষ্টি। এই উপাদান রোজ খেলে CAD (করোনারি আটারি ডিজিজ) এবং এথেরোসেক্লরোসিস দূর হয়। সঙ্গে হার্টের সমস্যা থেকে পেতে পারেন মুক্তি।

Latest Videos

গ্রিন টি- যারা উচ্চ কোলেস্টেরলে সমস্যায় ভুগছেন তারা নিয়মিত খান গ্রিন টি। এতে আছে পলিফেনল উপাদান। যা কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখে। শরীর সুস্থ রাখতে রোজ খেতে পারেন গ্রিন টি। এমনকী, যারা বাড়তি মেদ কমাতে চান তারাও খেতে পারেন এটি। এটি মেদ কমাতে বেশ উপকারী।

পাতিলেবু- ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্টে পূর্ণ লেবুর গুণে কোলেস্টেরল থাকেন নিয়ন্ত্রণে। এটি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। সঙ্গে হাইপান টেনশনের সমস্যা থেকে দেয় মুক্তি। সঙ্গে হার্ট রাখবে সুস্থ। মেনে চলুন এই বিশেষ টিপস।

পালং শাক- কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে খেতে পারেন পালং শাক। এটি ক্যারোটিনয়েড নাম উপাদানে পূর্ণ। যা কোলেস্টেরলের মাত্রা সঠিক রাখে। সঙ্গে শরীর রাখে সুস্থ। সঙ্গে হার্টের সমস্যা থেকে পেতে পারেন মুক্তি। তাই যারা উচ্চ কোলেস্টেরলের সমস্যায় ভোগেন তারা খেতে পারেন এমন উপাদান।

আখরোট- খেতে পারেন আখরোট। ইউনির্ভাসিটি অব ক্যালিফনিক-র প্রকাশিত এক রিপোর্ট অনুসারে আখরোধ খাওয়া উপকারী। কোলেস্টেরলের সমস্যায় যারা ভুগছেন তারা নিয়মিত আখরোট খেতে পারেন। এতে কোলেস্টেরলের মাত্রা থাকে সঠিক। সঙ্গে শরীর থাকে সুস্থ। এর কারণে হার্টের সমস্যা থেকে পেতে পারেন মুক্তি।

এরই সঙ্গে সুস্থ থাকতে নিয়মিত এক্সারসাইজ করুন। রোজ অন্তত ৩০ মিনিট হাঁটুর। এতে যে কোনও রোগ থাকবে নিয়ন্ত্রণে। সঙ্গে রোজ পুষ্টিকর খাবার খান। সঙ্গে ৭ থেকে ৮ গ্লাস করে জল পান করুন। এতে মিলবে উপকার। মেনে চলুন এই সকল বিশেষ টিপস।

 

আরও পড়ুন

Colon Cancer: কমবয়েসীদের মধ্যে কি বাড়ছে কোলন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন এই মারণ রোগের উপসর্গ সম্পর্কে

গরমকালে ডায়াবেটিশে আক্রান্তরা কি আম খেতে পারেন? তাদের জন্য রইল কয়েকটি নিয়ম

ভগবদ্গীতা থেকে বেছে নিন পুত্র সন্তানের অর্থবহ নামের তালিকা, নির্বাচিত নাম পালটে দেবে সন্তানের ভাগ্য

Share this article
click me!

Latest Videos

‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার