Kidney: খাদ্যতালিকায় যোগ করুন এই সাতটি খাবার, দূর হবে কিডনির সকল সমস্যা

Kidney: খাদ্যতালিকায় যোগ করুন এই সাতটি খাবার, দূর হবে কিডনির সকল সমস্যা

Published : Jun 22, 2023, 11:13 PM IST

ডায়াবেটিস, হার্টের রোগ থেকে শুরু করে অনেকেই ভুগছেন কিডনির রোগে। রইল কয়টি খাবারের হদিশ। কিডনির সমস্যা থেকে বাঁচতে মেনে চলুন এই সকল বিশেষ টিপস।

 

খাদ্যতালিকায় যোগ করুন ডিম। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। যা শরীরে পুষ্টি জোগানোর সঙ্গে কিডনির স্বাস্থ্য ভালো রাখবে।

নিয়ম করে গাজর খান। এটি কিডনির রোগীদের জন্য বেশ উপকারী। তাই কিডনি ভালো রাখার সঙ্গে শরীর সুস্থ রাখতে চাইলে নিয়ম করে গাজর খান।

ক্র্যানবেরি জুস খেতে পারেন। গবেষণায় দেখা গিয়েছে, ক্র্যানবেরি জুসে রয়েছে একাধিক উপকারী উপাদান। এই জুসে উপস্থিত অ্যাসিড কিডনির ওপর শুভ প্রভাব ফেলে।

তেমনই নিয়মিত গ্রিন টি খেতে পারেন। এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল উপদান সমৃদ্ধ। যা ব্যাকটেরিয়া স্ট্রেনের ওপর শুভ প্রভাব ফেলে। রোজ দিনে অন্তত ৩ কাপ করে গ্রিন টি খান। এতে শারীরিক জটিলতা থেকে মিলবে মুক্তি।

খেতে পারেন ক্যাপসিকাম। লাল ক্যাপসিকাম কিডনির রোগীদের জন্য বেশ উপকারী।  ভিটামিন বি ৬, ভিটামিন এ, ফলিক অ্যাসিড ও ফাইবার থাকে। যা কিডনির স্বাস্থ্য ভালো রাখে।

আদা খান নিয়ম করে। আদাকে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান আছে। এটি কিডনির স্বাস্থ্য ভালো রাখে। সঙ্গে রোজ খেতে পারেন রসুন। এটিও কিডনি স্বাস্থ্য উন্নত করে থাকে।
 

18:58ত্বক থেকে মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখে ভিটামিন সি! কীভাবে খাবেন? ডায়াটিশিয়ান দিচ্ছেন টিপস
24:29Winter Tips : শীত শুরুর মরসুমে সর্দি-কাশি থেকে বাঁচান সন্তানকে, ডায়েটিশিয়ান দিচ্ছেন সুস্থ থাকার টিপস
19:49Diabetes হলেও খেতে পারবেন পছন্দের যে কোনও খাবার! গোপন পথ বাতলে দিচ্ছে Asianet
20:47কালীপুজোর উপোস ঠিক নিয়ম মেনে করছেন তো? জানুন শরীর সুস্থ রাখার সিক্রেট টিপস
19:46রেস্তোঁরা থেকে স্ট্রিট ফুড-পুজোতে বাইরে খেয়েও বাড়বে না ওজন! কীভাবে? টিপস জেনে নিন
19:28পুজোর আগেই শরীর থেকে কমে যাবে বাড়তি মেদ! হবেন ছিপছিপে, কীভাবে?
25:15পুজোর আগে একধাক্কায় কমবে ৬-৭ কেজি ওজন! উধাও হবে ভুঁড়ি! ডায়েটে শুধু রাখুন এই কয়েকটা খাবার
17:34৫০ বছরেও ছুটবেন ২৫-এর তরুণের মত! শরীরে এভাবেই ম্যাজিক করে ক্যালসিয়াম
18:59Menstrual Pain : মাসিকের সময় অসহ্য ব্যথায় ম্যাজিক করে এই কয়েকটা খাবার! জানতেন? দেখুন
22:44Best Fitness Tips : যে কোনও বয়সেই থাকবেন ফিট! শুধু মেনে চলুন এই টিপস