Kidney: খাদ্যতালিকায় যোগ করুন এই সাতটি খাবার, দূর হবে কিডনির সকল সমস্যা

ডায়াবেটিস, হার্টের রোগ থেকে শুরু করে অনেকেই ভুগছেন কিডনির রোগে। রইল কয়টি খাবারের হদিশ। কিডনির সমস্যা থেকে বাঁচতে মেনে চলুন এই সকল বিশেষ টিপস।

 

খাদ্যতালিকায় যোগ করুন ডিম। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। যা শরীরে পুষ্টি জোগানোর সঙ্গে কিডনির স্বাস্থ্য ভালো রাখবে।

নিয়ম করে গাজর খান। এটি কিডনির রোগীদের জন্য বেশ উপকারী। তাই কিডনি ভালো রাখার সঙ্গে শরীর সুস্থ রাখতে চাইলে নিয়ম করে গাজর খান।

ক্র্যানবেরি জুস খেতে পারেন। গবেষণায় দেখা গিয়েছে, ক্র্যানবেরি জুসে রয়েছে একাধিক উপকারী উপাদান। এই জুসে উপস্থিত অ্যাসিড কিডনির ওপর শুভ প্রভাব ফেলে।

তেমনই নিয়মিত গ্রিন টি খেতে পারেন। এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল উপদান সমৃদ্ধ। যা ব্যাকটেরিয়া স্ট্রেনের ওপর শুভ প্রভাব ফেলে। রোজ দিনে অন্তত ৩ কাপ করে গ্রিন টি খান। এতে শারীরিক জটিলতা থেকে মিলবে মুক্তি।

খেতে পারেন ক্যাপসিকাম। লাল ক্যাপসিকাম কিডনির রোগীদের জন্য বেশ উপকারী।  ভিটামিন বি ৬, ভিটামিন এ, ফলিক অ্যাসিড ও ফাইবার থাকে। যা কিডনির স্বাস্থ্য ভালো রাখে।

আদা খান নিয়ম করে। আদাকে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান আছে। এটি কিডনির স্বাস্থ্য ভালো রাখে। সঙ্গে রোজ খেতে পারেন রসুন। এটিও কিডনি স্বাস্থ্য উন্নত করে থাকে।
 

02:01Blood pressure: গরমে খাদ্যতালিকায় যোগ করুন এই কয়টি ফল, নিয়ন্ত্রণে থাকবে ব্লাড প্রেসার01:40গরমে চুল ভালো রাখতে নিয়মত খান এই ফল গুলি, দেখে নিন তালিকায় কী কী রাখবেন01:44মাত্র সাত দিনে কমবে ২ থেকে ৩ কেজি, গরমের মরশুমে মেদ কমাতে মেনে চলুন এই ৭ টি টিপস01:50মেনে চলুন এই সকল বিশেষ টিপস, সহজ উপায়ে নিয়ন্ত্রণে থাকবে হৃদরোগের ঝুঁকি01:51Oral Care : ঝলমলে ও মজবুত দাঁত পেতে চান, আজ থেকেই ডায়েটে রাখুন এই ৫ খাবার08:45বিভিন্ন ঋতুতে চোখের সমস্যা সমাধানে চক্ষু বিশেষজ্ঞ ডাঃ কল্যাণ বৈদ্য'র পরামর্শ01:57হার্টের সুস্থতার জন্য ডায়েটে রাখুন এই পাঁচ জিনিস, হৃদরোগের ঝুঁকি থেকে দূরে থাকবেন01:58ক্রমে কমে যাচ্ছে চুলের বৃদ্ধি? জেনে নিন কেন হয় এমন সমস্যা ও সমাধানের উপায়01:11ওজন কমাতে প্রতিদিন চিয়া সিড খাচ্ছেন ? জেনে নিন এর সাইড এফেক্টগুলি