- টাওয়েল ভালো করে ধোয়ার পরেও যদি দুর্গন্ধ থাকে, ব্যাকটেরিয়া বা ছত্রাক জন্মে থাকে তাহলে সেই টাওয়েল তাড়াতাড়ি পরিবর্তন করে ফেলাই ভালো। নাহলে, আপনার ত্বকে মারাত্মক প্রভাব পড়তে পারে। অর্থাৎ মুখে ফুসকুড়ি, ব্রণ বেড়ে যাওয়া, হাত এবং পায়ে ফুসকুড়ি হতে পারে।
- দ্বিতীয়ত, যদি টাওয়েলটি ছিঁড়ে যায় অথবা তার মসৃণতা হারিয়ে শক্ত হয়ে যায় তাহলে তা ব্যবহার করা উচিত নয়। নাহলে ত্বকে ফুসকুড়ি হবে।
- টাওয়েলের রঙ পরিবর্তন হলে বা দাগ পড়লে ব্যাকটেরিয়া জন্মেছে বলে ধরে নেওয়া হয়। তাই তা ব্যবহার না করাই আপনার জন্য ভালো।