হলদেটে ভাব দূর হবে মিনিটে! একেবারে মুক্তর মতো চকচক করবে দাঁত, কীভাবে? জেনে নিন

Published : May 29, 2024, 10:57 PM IST

হলদেটে ভাব দূর হবে মিনিটে! একেবারে মুক্তর মতো চকচক করবে দাঁত, কীভাবে? জেনে নিন

PREV
18
দাঁতের হলদেটে ভাব দূর করুন মিনিটে

দাঁতে হলুদ ছোপে ভরে গিয়েছে? রোজ মাজলেও যাচ্ছে না দাঁতের হলদেটে ভাব?

28
দাঁতের হলদেটে ভাব দূর করুন মিনিটে

এই সমস্যা সমাধানের জন্য রয়েছে কিছু অভূতপূর্ব নিয়ম। যা মানলে দাঁত চকচকে হবে সহজেই।

38
দাঁতের হলদেটে ভাব দূর করুন মিনিটে

রোজ দুবেলা নিয়ম করে দাঁত মাজতে হবে। এবং দাঁত পরিষ্কার রাখতে টুথ পেস্টের সঙ্গে ব্লিচিং পাউডার মিশিয়ে মাখা যেতে পারে।

48
দাঁতের হলদেটে ভাব দূর করুন মিনিটে

টুথ পেস্টের সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়ে দাঁত মাজলে দাঁত নিমেষে চকচকে হয়। এই মিশ্রণ দিয়ে দাঁত মাজলে সহজেই হলদেটে ভাব দূর হয়ে যায়।

58
দাঁতের হলদেটে ভাব দূর করুন মিনিটে

লেবু আর বেকিং সোডা দিয়ে দাঁতে ঘষতে পারেন তবে দুই উপাদানের পরিমাণই খুব অল্প হতে হবে। লেবু আর বেকিং সোডা হলদেটে ভাব দূর করে দেবে।

68
দাঁতের হলদেটে ভাব দূর করুন মিনিটে

নুন আর তেল দিয়ে দাঁত মাজা একটা প্রাচীন টোটকা। এই মিশ্রণে দাঁত মারাত্মক ভাবে পরিষ্কার হয়।

78
দাঁতের হলদেটে ভাব দূর করুন মিনিটে

তাই মাঝে মধ্যে দাঁত ঝকঝকে করতে নুন আর তেলের ব্যবহার করতে পারেন।

88
দাঁতের হলদেটে ভাব দূর করুন মিনিটে

আলুতে রয়েছে প্রাকৃতিক ব্লিচ। তাই আলুও গোল করে কেটে দাঁতে ঘষতে পারেন। কিছুদিন পরেই দেখবেন একেবারে পালিয়ে গিয়েছে দাঁতের হলদেটে ভাব।

click me!

Recommended Stories