টাক পড়লে একদম অবহেলা নয়, এই বিশেষ টোটকাতেই জাদু আছে, ঘন কালো চুল গজাবে কয়েক দিনেই

Published : Jun 28, 2024, 10:56 PM IST
Homeopathy remedies to stop hair fall and regrow hair, you can take 7 days challenge bsm

সংক্ষিপ্ত

টাক পড়লে একদম অবহেলা নয়, এই বিশেষ টোটকাতেই জাদু আছে, ঘন কালো চুল গজাবে কয়েক দিনেই

চুলের সঠিক যত্ন না নিলে চুল ঝটপট ঝরে যেতে পারে। ক্রমাগত চুল পড়ার সমস্যা দেখা দিলে কিছু বিশেষ টিপস মেনে চলা যেতেই পারে।jennyxo_x নামের একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে চুল ঘন করার এই উপায়টি শেয়ার করা হয়েছে। কীভাবে তৈরি হয় এই জাদুকরী হেয়ার টনিক এবং কীভাবে তা চুলে লাগাবেন তা জেনে নিন।

এই হেয়ার টনিক বানাতে প্রয়োজন রোজমেরি, পুদিনা, লবঙ্গ ও জল। প্রথমে একটি পাত্রে সামান্য রোজমেরি, কয়েকটি লবঙ্গ ও ৮ থেকে ৯টি পুদিনা পাতা নিয়ে তাতে এক গ্লাস জল মিশিয়ে নিন। এবার এই জল ফিল্টার করেএটি একটি স্প্রে বোতলে ভরে নিন। এবার এই জল চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত স্প্রে করা যেতে পারে। এই হেয়ার টনিক শুধু চুলের বৃদ্ধিতেই সাহায্য করে না, চুলকে ঘন ও ঝলমলে করে তোলে।

এ ছাড়া গ্রিন টি বানিয়ে ঠান্ডা করে রাখুন এবং ওই ঠান্ডা করে রাখা গ্রিন টি দিয়ে মাথা ধুয়ে ফেলতে হবে। এক কাপ গরম জলে ২টি গ্রিন টি ব্যাগ ব্যবহার করা যেতে পারে। সপ্তাহে দু'বার এই পদ্ধতি মেনে চলতে পারেন।

মেথি বীজ সারারাত ভিজিয়ে রেখে পরের দিন সকালে এটি পিষে চুলে মেখে রাখুন। এই হেয়ার মাস্কটি চুলে পুষ্টি জোগায় এবং এর প্রভাব চুলের সমস্যা দূর হয়ে যায়। এই টোটকাটি সপ্তাহে ২ বার ব্যবহার করতে পারেন।

PREV
click me!

Recommended Stories

৬০ সেকেন্ডের কম সময়ে মেজাজ হবে ভালো, রইল টিপস
ফ্যাটি লিভারের সমস্যা ভুগছেন? নিয়মিত এই যোগাসনগুলো করলে মিলবে আরাম, জেনে নিন কী কী