
গরমে ছাতুর সরবত খেতে কে না ভালবাসে। এই পানীয় চট করে এনার্জি দিতে ভীষণ সাহায্য করে। সারাবছর শহরের আনাচে-কানাচের রাস্তাতেও ছাতুর সরবত বিক্রি হয়। এই পানীয় খেলে বহুক্ষণ পেট ভরা থাকে ও ক্লান্তি দূর হয়ে যায়। শুধু গরমেই নয় শীতকালেও ছাতুর সরবত খাওয়ার প্রচলন রয়েছে অনেক বাড়িতে। তবে শুধু এনার্জি দিতেই নয়। এই পানীয়ের রয়েছে হাজারও গুণ। আসুন জেনে নেওয়া যাক কতটা উপকারী ছাতুর সরবত।
পেটের সমস্যা হতে দেয় না-
ছাতুতে প্রচুর পুষ্টি উপাদান রয়েছে। এ ছাড়াও এতে রয়েছে নুন, আয়রন ও ফাইবার যা পেটের সমস্যা হতে দেয় না। কোষ্ঠকাঠিন্যেও উপকারী এই উপাদান। হজমের সমস্যা দূর করতেও সাহায্য করে ছাতু।
ডিটক্স ওয়াটার হিসাবে কাজ করে-
ছাটুতে ডিটক্স উপাদান রয়েছে। ছাতুর সরবত খেলে শরীরে জমা টক্সিন সহজে দূর হয়ে যায় ও শরীর ডিটক্সিফাই হয়। তাই গরমে শরীর সুস্থ রাখতে ভীষণ সাহায্য করে ছাতু। বহু রোগ-ব্যধি দূরে রাখে এই উপাদান।
শরীর ঠান্ডা রাখে-
ছাতুতে থাকা উপাদান শরীর ঠান্ডা রাখতে ভীষণ সাহায্য করে। এতে থাকা উপাদান শরীর হাইড্রেটেড রাখে ও পেট ঠান্ডা রাখে। তাই গরমে ছাতু খেলে লু লাগে না।
ব্লাড সুগারে উপকারী-
এতে গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ায় ব্লাড সুগার রোগীদের জন্য অত্যন্ত উপকারী ছাতু।
ওজন কমাতে সাহায্য করে-
এতে প্রচুর ফাইবার থাকায় নিয়মিত ছাতু খেলে ওজন কমে।
এনার্জি বাড়িয়ে দেয়-
ছাতু শরীরের অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে। কোষ বৃদ্ধি হতেও সাহায্য করে ছাতু। তাই নিয়মিত ছাতু খেলে এনার্জি বাড়ে।