কোলেস্টেরলের যম! গ্রাম বাংলার এই ফলেই মাত হবে ব্লাড সুগারও, এই ছোট্ট ফলের নাম জানেন?

গুণের ফোয়ারা রয়েছে গ্রাম বাংলার এই ছোট্ট ফলে!

Anulekha Kar | Published : Jun 2, 2024 2:09 PM IST

বাজারে খুব একটা না পাওয়া গেলেও গ্রাম বাংলার একটি অতিপরিচিত ফল হল ফলসা। টক,মিষ্টি এই ফল অঢেল গুণে ভরপুর। দেখতে অনেকটা ছোট ছোট কুলের মতো কাঁচা অবস্থায় এর রং সবুজ ও পেকে গেলে অনেকটা লাল লাল দেখতে এই ফল।

তবে এই ফলের উপকারিতা জানেন?

Latest Videos

জানলে অবাক হবেন ক্লান্তি দূর করতে এই ফলের কোনও তুলনা হয় না। দূর্বলতা দূর করতে ভীষণ সাহায্য করে এই ফল।

এ ছাড়া ডিহাইড্রেশন দূর করতে সাহায্য করে ফলসা। গরমে দেহে জলের ঘাটতি মেটাতে সাহায্য করে এই ফল।

জানলে অবাক হবেন ছোট্ট এই ফল ডায়ারিয়া প্রতিরোধে ভীষণ উপকারী। ডায়ারিয়ায় ভুগলে এর রস ভীষণ উপকার দেবে।

এতে প্রচুর ফাইবার রয়েছে যা রক্তে শর্করার মাত্রা ও খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। তাই ডায়াবিটিস রোগীরা এই ফল নিশ্চিন্তে খেতে পারেন।

উচ্চ রক্তচাপের রোগীদের জন্যও ভীষণ উপকারী এই ফল। হার্ট অ্যাটাকের সমস্যা থেকেও বাঁচাতে সাহায্য করে এই ফল।

ফলসায় প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে তাই এই ফল ত্বকের জন্য খুব ভালো। এ ছাড়া ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে এই ফল।

Share this article
click me!

Latest Videos

Daily Horoscope Live: ২৮ সেপ্টেম্বর শুক্রবার সঙ্গীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে, দেখুন জ্যোতিষ কথা
'পূজা হতে দেব না,' হিন্দুদের হুমকি বাংলাদেশের মৌলবাদীদের | Bangladesh News
'ডাক্তারদের জন্যই আমার বাচ্চাটা চলে গেল!' কি ঘটেছিল Sagar Dutta Medical-এ? দেখুন
সাগর দত্তের নার্সিং স্টাফদের আর জি কর করে দেওয়ার হুমকি, প্রতিবাদে MSVP-কে ঘিরে বিক্ষোভ | Agitation
ভরা কোটাল আসার আগেই নদী বাঁধে ধস! আতঙ্কে দিনযাপন ট্যাংরামারির বাসিন্দাদের | North 24 Parganas News