বর্ষা এলেই মারাত্মক ভাবে চুল ঝরতে থাকে? জেনে নিন হেয়ার ফল রোধ করার গোপন কৌশল

বর্ষা এলেই মারাত্মক ভাবে চুল ঝরতে থাকে? জেনে নিন হেয়ার ফল রোধ করার গোপন কৌশল

Anulekha Kar | Published : Jun 2, 2024 8:28 PM
18
বর্ষায় চুল বাঁচাবেন কী করে?

বর্ষা নামতে না নামতেই চুল পড়ার সমস্যা দেখা দেয়। কিছুতেই চুল পড়া বন্ধ করা যায় না। আসুন জেনে নেওয়া যাক এমন কিছু উপায় যাতে সহজেই চুল পড়া রোধ করা যাবে।

28
বর্ষায় চুল বাঁচাবেন কী করে?

চুল ঝরা বন্ধ করতে নিয়মিত চুল আঁচড়াতে হবে। অনেকই রয়েছেন যারা ঠিক করে চুল আঁচড়ান না এতে রক্ত প্রবাহ ঠিকঠাক হয় না ও চুল ঝরে পড়ে।

38
বর্ষায় চুল বাঁচাবেন কী করে?

ভিজে চুল কখনই বাঁধা উচিত নয়। ভিজে চুল বাঁধলে চুল গোড়া থেকে নরম হয়ে যায় ও ঝরে পড়ে। তাই চুল শুকনো হলে তবেই বাঁধা উচিত।

48
বর্ষায় চুল বাঁচাবেন কী করে?

বেশি কেমিক্যালযুক্ত শ্যাম্পু ব্যবহার করা চলবে না। ভাল প্রাকৃতিক শ্যাম্পু বাছাই করে নিতে হবে।

58
বর্ষায় চুল বাঁচাবেন কী করে?

বৃষ্টির জলে চুল ভিজলেই ভাল করে শ্যাম্পু করতে হবে। নইলে হেয়ার ফল দেখা দিতে পারে।

68
বর্ষায় চুল বাঁচাবেন কী করে?

অতিরিক্ত গরম জলে কখনই স্নান করবেন না। এতে চুলের ক্ষতি হয়। এবং চুল ঝরে পড়ার সমস্যা দেখা দিতে পারে। 

78
বর্ষায় চুল বাঁচাবেন কী করে?

সপ্তাহে একবার মাথায় পেঁয়াজের রস লাগান। পেঁয়াজে রসের উপকারী গুণে চিরকালের মতো বিদায় নিতে পারে চুল পড়ার সমস্যা।

88
বর্ষায় চুল বাঁচাবেন কী করে?

এ ছাড়াও সপ্তাহে একদিন অবশ্যই মাথায় হয়েট অয়েল থেরাপি নিতে পারেন এতেও চুল পড়ার সমস্যা কমে যেতে পারে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos