১. প্রতিদিন ক্লোরিন দিয়ে সুইমিংপুল পরিস্কার করা।
২. গরমকালে পুকুর বা নদীর জলে অযথা স্নান বা ডুব দেওয়া থেকে বিরত থাকা।
৩. জলে নামলে নাকে যাতে জল না ঢোকে সেদিকে খেয়াল রাখা।
৪. শিশুদের এমন জলে স্নান থেকে বিরত রাখা।
এবং কোনও রকম উপসর্গ দেখলেই তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।