রাতে ঘুমানোর আগে এই কয়টি পানীয়ের মধ্যে গ্রহণ করুন একটি, দ্রুত কমবে বাড়তি মেদ
বাড়তি মেদ কমাতে রাতে ঘুমানোর আগে পান করুন জোয়ান, হলুদ, আদা বা জিরের জল। এছাড়াও অ্যালোভেরা জুসও এক্ষেত্রে বেশ উপযোগী। সঠিক নিয়ম মেনে এই পানীয়গুলি পান করলে দ্রুত মেদ ঝরানো সম্ভব।