Fatty Liver: বাজারে চলে এলে ফ্যাটি লিভার সারানোর নতুন ওষুধ, ওজন কমানোর টনিকেই সেরে যাবে লিভারের সমস্যা?

Published : Aug 20, 2025, 08:53 PM IST
fatty liver

সংক্ষিপ্ত

Fatty Liver: ‘সেমাগ্লুটাইড’ ওষুধটি এর আগে মূলত, ওজন নিয়ন্ত্রণে রাখতে এবং ডায়াবিটিস রোগ নিরাময়ের জন্য ব্যবহার করা হত। প্রসঙ্গত, লিভারে ফ্যাট জমার জেরেই ‘মেটাবলিক অ্যাসোসিয়েটেড স্টিয়েটোহেপাটাইটিস’ রোগটি হয়ে থাকে মানুষের।  

Fatty Liver: ওজন কমানোর ওষুধ দিয়েই এবার আরেক কাজ। কারণ, ফ্যাটি লিভার সারাতেও এবার কাজ করবে ওজন কমানোর ওষুধ (fatty liver symptoms and treatment)। সম্প্রতি আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তথা এফডিএ‌ ‘সেমাগ্লুটাইড’ নামক ওষুধটিকে ‘মেটাবলিক অ্যাসোসিয়েটেড স্টিয়েটোহেপাটাইটিস’ আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করার জন্য অনুমোদন দিয়েছে (fatty liver medicine name in india)। 

সিরোসিস অফ লিভার

‘সেমাগ্লুটাইড’ ওষুধটি এর আগে মূলত, ওজন নিয়ন্ত্রণে রাখতে এবং ডায়াবিটিস রোগ নিরাময়ের জন্য ব্যবহার করা হত। প্রসঙ্গত, লিভারে ফ্যাট জমার জেরেই ‘মেটাবলিক অ্যাসোসিয়েটেড স্টিয়েটোহেপাটাইটিস’ রোগটি হয়ে থাকে মানুষের। তবে প্রথমদিকে যদি এই রোগ ধরা না পড়ে, তাহলে কিন্তু সিরোসিস অফ লিভার, লিভার ক্যানসার এবং লিভার বিকল হয়ে যাওয়ারও ঝুঁকি থেকে যায়। 

তবে ইদানিং ভীষণভাবেই গোটা বিশ্ব জুড়ে ফ্যাটি লিভারে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। শুধু তাই নয়, তাদের মধ্যে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারে আক্রান্তের সংখ্যাও যথেষ্ট বেশি। তার নেপথ্যে রয়েছে অস্বাস্থ্যকর ডায়েট এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন। 

ওষুধ বাজারে তেমন নেই বললেই চলে

সবথেকে বড় বিষয়, এই ধরণের অসুখের সঙ্গে লড়াই করার মতো কোনও ওষুধ বাজারে তেমন নেই বললেই চলে। তবে ‘সেমাগ্লুটাইড’ ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নয়া পথ দেখাতে পারে এই ওষুধটি, এমনটাই দাবি করছে এফডিএ।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে, ফ্যাটি লিভারের চিকিৎসায় ‘রেসমিটিরম’ নামক এই ওষুধটিকে ব্যবহার করার অনুমোদন দিয়েছিল এফডিএ। এবার ‘সেমাগ্লুটাইড’ হল নতুন একটি সংযোজন। যে সমস্ত রোগীর ওবেসিটি এবং ফ্যাটি লিভার রয়েছে, তাদের চিকিৎসায় এই ওষুধটি অনেক বেশি কার্যকর হতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

৬০ সেকেন্ডের কম সময়ে মেজাজ হবে ভালো, রইল টিপস
ফ্যাটি লিভারের সমস্যা ভুগছেন? নিয়মিত এই যোগাসনগুলো করলে মিলবে আরাম, জেনে নিন কী কী