
Nipah Virus Vaccine: নিপা ভাইরাস (Nipah Virus) দমনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বড় সাফল্য পেয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর, বাংলাদেশে নিপা ভাইরাসের প্রথম ফেজ-২ ক্লিনিক্যাল ট্রায়াল (Clinical Trial) শুরু হয়েছে । এই ট্রায়ালে চ্যাডক্স নিপা বি (ChAdOx NipahB) ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে, যা ভারতের সিরাম ইনস্টিটিউট তৈরি করে। এটি একটি অত্যন্ত ভয়াবহ ও মারণ রোগ। যার মৃত্যুর হার প্রায় ৭৫%।
নিপা ভাইরাস, যা সাধারণত বাদুড় থেকে ছড়ায় এবং মানুষের মধ্যে মারাত্মক শ্বাসকষ্ট ও মস্তিষ্কের প্রদাহ তৈরি করে, তার বিরুদ্ধে এই ভ্যাকসিন একটি বড় প্রতিরোধক ব্যবস্থা হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
বিভিন্ন দেশে বারাবর হানা দিচ্ছে নিপা ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে অনেকের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে নিপা ভাইরাসের টিকা তৈরির প্রক্রিয়া শুরু হওয়ায় বিশ্ববাসী আশার আলো দেখছেন। কিছুদিনের মধ্যেই এই ভাইরাসের টিকা বাজারে চলে আসতে পারে। ফলে সারা বিশ্বের মানুষ নিপা ভাইরাসের বিপদ থেকে রেহাই পেতে পারেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।