ত্বকে সরাসরি ব্যবহার করবেন না সুগন্ধি! হতে পারে দাগছোপ ও বলিরেখা, জেনে নিন বিস্তারিত

Published : Sep 03, 2025, 02:00 PM IST
Perfume Buying Tips

সংক্ষিপ্ত

বাজারের রাসায়নিক উপাদানজাত সুগন্ধি অতিরিক্ত ব্যবহারে হতে পারে ত্বকে কালো দাগছোপ, বাড়তে পারে বলিরেখা, ত্বকের রং ও চেঞ্জ হতে পারে। সাবধানতা অবলম্বনের কিছু টিপস।

 আপনার ত্বকে কি ইরিটেশন হচ্ছে বা ত্বক হয়ে উঠেছে স্পর্শ কাতর এবং ত্বকের অন্যান্য জায়গায় যাই লাগাচ্ছেন তাতেই সমস্যা হচ্ছে? তাহলে একটু সতর্ক হয়ে যান। কারণ ত্বকে যদি সরাসরি সুগন্ধি স্প্রে করেন তাহলে হতে পারে দাগছোপ , তেমনই বয়সের আগেই বলিরেখা পড়তে পারে ত্বকে। সেখানে ফুস্কুড়ি, চুলকানির সমস্যাও হয়।

কালো দাগ ছোপ তুলতে কোনরকম সাবান বা কোনও রাসায়নিক প্রসাধনী দিয়ে ঘষাঘষি করেন অনেকে। এতে ত্বকের আর্দ্রতা কমে যায় এবং ত্বক শুষ্ক হয়ে যায়। যার ফলে সমস্যা আরও বাড়ে। অনেকে ঘাড়ে বা গলায় অতিরিক্ত কালো দাগ বা ট্যান এর সমস্যায় ভোগেন। ঘাড়ে, গলার কাছে র‌্যাশ হতে দেখা যায়। এই সমস্যার সমাধান হবে কী উপায়ে?

গলা ও ঘাড়ের কাছে এই কালচে দাগকে বলা হয় ‘অ্যাকান্থোসিস নিগ্রিকানস’। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে অথবা ‘ইনসুলিন রেজিস্ট্যান্স’ হলে এমন দাগ দেখতে পাওয়া যায়। চামড়া কুঁচকে যেতে শুরু করে। আমাদের ব্যবহারযোগ্য সুগন্ধি গুলির মধ্যে যে সমস্ত রাসায়নিক উপাদান মেশানো থাকে তা ব্যবহারের ফলে এটা হতে পারে বা অত্যধিক সুগন্ধি ব্যবহারের কারণেও এমন দাগ হতে পারে।

নিত্যদিন আমরা বিভিন্ন রকম সুগন্ধি ব্যবহার করে থাকি, ঘরে বা বাইরে।কিন্তু বেশি মাত্রায় অ্যালকোহল দেওয়া সুগন্ধি ব্যবহার করলে ত্বকের স্বাভাবিক রং নষ্ট হতে থাকে। দেখা গিয়েছে, ওই ধরনের সুগন্ধি ঘাড়ে বা গলায় লাগিয়ে রোদে বেশি ক্ষণ থাকলে সূর্যের অতিবেগনি রশ্মির সঙ্গে সুগন্ধির রাসায়নিকের বিক্রিয়া হয়ে ত্বকের ওই অংশের মেলানিনের মাত্রার হেরফের হয়। ত্বকের পিএইচের ভারসাম্য নষ্ট হতে থাকে। ফলে ত্বক কালচে হয়ে যাওয়ার পাশাপাশি, কুঁচকে যেতেও শুরু করে।

কখনো আপনারা লক্ষ্য করে দেখবেন সুগন্ধি অনেক সময় জামাকাপড়ের ওপরে লাগালে জামা কাপড়ের সেই জায়গাটার রঙ অনেকটা ফেড হয়ে যায় বা সাদা ভাব চলে আসে। এর থেকে বুঝতে পারছেন নিশ্চই এই সমস্ত রাসায়নিক কেমিক্যাল মিশ্রিত সুগন্ধি আমাদের ত্বকের কতটা ক্ষতি করতে পারে।

তাই এমন সুগন্ধি ব্যবহার করতে হবে যাতে অ্যালকোহলের মাত্রা কম। কেনার আগে দেখে নিতে হবে সুগন্ধিতে অ্যালুমিনিয়াম, ইথাইল অ্যালকোহল আছে কি না। এই উপাদানগুলি ত্বকের জন্য ক্ষতিকর। আলফা হাইড্রক্সি অ্যাসিড দিয়ে ত্বকের এক্সফোলিয়েশন করলেও এমন কালো দাগছোপ উঠে যেতে পারে।

তবে যদি ত্বকে অ্যালার্জি হয় বা প্রদাহ হতে থাকে, তা হলে এক্সফোলিয়েশন করালে তার উল্টো প্রভাব পড়তে পারে। তার থেকে কম রাসায়নিক আছে এমন হালকা ময়শ্চারাইজ়ার ব্যবহার করলে ভাল ফল পেতে পারেন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

রোজ প্রোটিন সাপ্লিমেন্ট নিচ্ছেন! অজান্তেই কি শরীরকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছেন?
Teeth Health: দাঁতের ফাঁকে খাওয়ার আটকে থাকলে কি দিয়ে পরিষ্কার করবেন টুথপিক নাকি ফ্লজ?