রুটি খেলেই হুড়মুড়িয়ে ওজন কমবে! মেদহীন ঝকঝকে শরীর পাবেন মাত্র কয়েক দিনেই, কীভাবে? জেনে নিন

Published : May 23, 2024, 02:05 PM ISTUpdated : May 23, 2024, 02:06 PM IST

রুটি খেলেই হুড়মুড়িয়ে ওজন কমবে! মেদহীন ঝকঝকে শরীর পাবেন মাত্র কয়েক দিনেই, কীভাবে? জেনে নিন

PREV
17
রুটি খেলেই কমবে ওজন!

রুটি একটি জনপ্রিয় খাবার। রুটি খেতে অনেকেই ভালবাসেন কিন্তু ওজন কমাতে কতটা সাহায্য করে রুটি, তা অনেকেই জানেন না।

27
রুটি খেলেই কমবে ওজন!

কিন্তু, শুধু আটা নয়, রাগি, বাজরা, জোয়ার এর রুটিও খাওয়া যায়। কিন্তু ওজন কমাতে কোন রুটি খাওয়া বেশি উপকারী জানেন?

37
রুটি খেলেই কমবে ওজন!

আটার রুটিতে ৭০ থেকে ৮০ ক্যালোরি রয়েছে। এর পাশাপাশি এতে রয়েছে ডায়েটরি ফাইবার, ভিটামিন বি এবং মিনারেল

47
রুটি খেলেই কমবে ওজন!

রাগির আটায় রয়েছে ৮০ থেকে ৯০ ক্যালরি। ক্যালসিয়াম, ডায়েটরি ফাইবার, অ্যান্টিঅক্সিড্যান্টস রয়েছে এই রুটিতে। ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে এই রুটি।

57
রুটি খেলেই কমবে ওজন!

জোয়ারের রুটিতেও ৫০ থেকে ৬০ ক্যালোরি রয়েছে। এতেও রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ।

67
রুটি খেলেই কমবে ওজন!

তবে ওজন কমাতে সাহায্য করে জোয়ারের রুটি। এই রুটিতে প্রচুর ফাইবার রয়েছে।

77
রুটি খেলেই কমবে ওজন!

তাই এটি খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে ও ওজন কমাতে অত্যন্ত সাহায্য হয়।

click me!

Recommended Stories