Hospicash: অসুস্থতা, দুর্ঘটনার জন্য হাসপাতালে ভর্তি? খরচের চিন্তা আর থাকছে না

Published : Jul 01, 2025, 12:22 PM IST

Hospital daily cash benefit plan: নিজে বা প্রিয়জন হাসপাতালে ভর্তি হলেই বিরাট খরচের ধাক্কার কথা ভেবে যেন অসুস্থতা বেড়ে যায়। তবে নির্দিষ্ট স্বাস্থ্যবিমা থাকলে এই বিপুল খরচের চিন্তা আর থাকে না।

PREV
110
হাসপাতালে ভর্তি হলেই প্রতিদিন বিপুল খরচের চিন্তা এবার আর থাকছে না

মধ্যবিত্তদের কথা ভেবে এক বিশেষ স্বাস্থ্যবিমা চালু করা হয়েছে। এই বিমার আওতায় থাকলে হাসপাতালে ভর্তি হলে প্রতিদিনের খরচ হিসেবে টাকা পাওয়া যাবে।

210
দুর্ঘটনা বা অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হলে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে টাকা পাওয়া যাবে

যাঁরা এই নতুন স্বাস্থ্যবিমার আওতায় থাকবেন, তাঁরা হাসপাতালে ভর্তি থাকাকালীন প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে টাকা পাবেন।

310
প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে টাকা পেলে হাসপাতালে খরচের চিন্তা অনেকটাই কমে যাবে

কোনও ব্যক্তি হাসপাতালে ভর্তি হলে ওষুধ, চিকিৎসার সরঞ্জাম-সহ নানা খরচ থাকে। এই সব খরচের জন্যই নতুন স্বাস্থ্যবিমা।

410
যে নতুন স্বাস্থ্যবিমা নিয়ে এত আলোচনা করা হচ্ছে, তা আসলে ঠিক কী জেনে নিন

বিএলএস ই-সার্ভিসের সহযোগী সংস্থা স্টারফিন ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে নতুন স্বাস্থ্যবিমা চালু করেছে এসবিআই জেনারেল ইনস্যুরেন্স।

510
মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির জন্যই চালু করা হয়েছে এই স্বাস্থ্যবিমা

এই স্বাস্থ্যবিমার নাম হসপিটাল ডেইলি ক্যাশ বেনিফিট প্ল্যান। এর আওতায় হাসপাতালে থাকাকালীন রোজ টাকা পাওয়া যাবে।

610
হসপিটাল ডেইলি ক্যাশ বেনিফিট প্ল্যানে চিকিৎসা ছাড়াও আনুষাঙ্গিক খরচ ধরা থাকে

অন্যান্য স্বাস্থ্যবিমায় হাসপাতালের সব খরচ ধরা থাকে না। তবে হসপিটাল ডেইলি ক্যাশ বেনিফিট প্ল্যানে সব খরচের কথাই মাথায় রাখা হয়েছে।

710
দুর্ঘটনায় মৃত্যু হলে বিমার আওতায় থাকা ব্যক্তির পরিবার নির্দিষ্ট পরিমাণে টাকা পাবে

সপিটাল ডেইলি ক্যাশ বেনিফিট প্ল্যান করা কোনও ব্যক্তির দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবার টাকা পাবে। দুর্ঘটনায় আংশিকভাবে অক্ষম হয়ে গেলেও টাকা পাওয়া যাবে।

810
এই স্বাস্থ্যবিমা করতে হলে প্রিমিয়াম হিসেবে কত টাকা করে দিতে হয় জেনে নিন

হসপিটাল ডেইলি ক্যাশ বেনিফিট প্ল্যানে প্রতি বছর প্রিমিয়াম হিসেবে মাত্র ২৫৯ টাকা করে দিতে হয়।

910
হাসপাতালে ভর্তি হলে এই বিমার আওতায় রোজ কত টাকা করে পাওয়া যেতে পারে?

হসপিটাল ডেইলি ক্যাশ বেনিফিট প্ল্যানে হাসপাতালে ভর্তি থাকাকালীন রোজ ১,০০০ টাকা করে পাওয়া যায়। আইসিইউ-তে থাকলে ২,০০০ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে।

1010
হসপিটাল ডেইলি ক্যাশ বেনিফিট প্ল্যানের আওতায় থাকলে সব পরিবারই নিশ্চিন্ত হতে পারে

ভারতে চিকিৎসা ও শিক্ষার খরচ বিপুল। হসপিটাল ডেইলি ক্যাশ বেনিফিট প্ল্যান অন্তত চিকিৎসার খরচের চিন্তা কিছুটা কমিয়ে দিচ্ছে।

Read more Photos on
click me!

Recommended Stories