Lose Weight: শীতের মরশুমে এই ছয় পানীয়ের গুণে হু হু করে কমবে বাড়তি মেদ, দেখে নিন এক ঝলকে

বাড়তি মেদ নিয়ে সকলেই থাকেন চিন্তিত। এদিকে শীতের কারণে অনেকেই এক্সারসাইজ করছেন না তেমনই বারে বারে গরম পানীয় খেয়ে ফেলছেন যা তৈরি হচ্ছে চিনি দিয়ে। এবার শীতের মরশুমে ওজন কমাতে ভরসা রাখুন এই সাত পানীয়ের ওপর, দেখে নিন এক ঝলকে।

Sayanita Chakraborty | Published : Jan 8, 2024 2:20 PM IST
16

লেমন মিন্ট টি

নিয়ম করে লেমন মিন্ট টি খেতে পারেন। এতে আছে ভিটামিন সি। নিয়ম করে এই চা খেলে বাড়তি মেদ কমবে। রোজ সকালে লেমন মিন্ট টি খেতে পারেন। এটি বাড়তি মেদ কমানোর সঙ্গে স্বাস্থ্য জটিলতা দূর করে।

26

বীটের জুস

বীট জুস খেতে পারেন নিয়ম করে। একাধিক পুষ্টিগুণ আছে বীটে। এটি অ্যান্টি অক্সিডেন্ট ও ফাইবারের মতো উপাদানে পরিপূর্ণ। নিয়ম করে খেতে পারেন বীটের জুস। এটি স্বাস্থ্যের জন্য উপকারী। তেমনই নিয়ম করে এটি খেলে দ্রুত কমবে বাড়তি মেদ।

36

দারুচিনি চা

নিয়ম করে দারুচিনি চা খেতে পারেন। এটি একদিকে যেমন বাড়তি মেদ কমাতে সাহায্য করে তেমনই শরীর রাখে সুস্থ। মেদ কমানোর সঙ্গে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। নিয়ম করে খেতে পারেন দারুচিনি চা। এটি স্বাস্থ্যের উন্নতি ঘটাবে।

46

লেবু ও চিয়া সিডের পানীয়

ওজন কমাতে চাইলে লেবু ও চিয়া সিডের পানীয় খেতে পারেন। এটি স্বাস্থ্যের জন্য উপকারী। তেমনই এই পানীয়ের গুণে দ্রুত কমবে মেদ। মেনে চলুন এই বিশেষ টিপস।

56

নারকেল ও দারুচিনি চা

নিয়ম করে খেতে পারেন নারকেল ও দারুচিনি চা। নারকেল দুধে আছে একাধিক পুষ্টিগুণ। নিয়ম করে নারকেল ও দারুচিনি চা পান করলে দ্রুত কমবে মেদ। শীতের মরশুমে খেতে পারেন নারকেল ও দারুচিনি চা। এটি স্বাস্থ্যের উন্নতি ঘটানোর সঙ্গে দ্রুত কমাবে বাড়তি মেদ।

66

অ্যাপেল সিডার ভিনিগার ও হলুদের পানীয়

নিয়ম করে খেতে পারেন অ্যাপেল সিডার ভিনিগার ও হলুদের পানীয়। এটি ওজন কমাতে বেশ উপকারী। অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ এই দুই উপাদান। এটি প্রদাহ দূর করে। দ্রুত মেদ কমাতে অ্যাপেল সিডার ভিনিগার ও হলুদের পানীয় পান করতে পারেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos