সাবধান! এই সবজিগুলির মধ্যে থাকে ফিতাকৃমি, শরীরে বাসা বাঁধতে পারে ভয়ঙ্কর রোগ

Published : Feb 01, 2025, 05:15 PM IST

অনেকেই বলেন, সারাবছর সবজি খাওয়া উচিত। কিন্তু সবজিতেও মারাত্মক বিপদ লুকিয়ে থাকতে পারে। সবজি খাওয়ার আগে সতর্ক থাকা উচিত। না হলে শরীরের প্রচণ্ড ক্ষতি হতে পারে।

PREV
110
ফিতাকৃমি যে কোনও জায়গাতেই বাসা বাঁধতে পারে, এমনকী সবজির মধ্যেও থাকতে পারে

মানবদেহে একবার ফিতাকৃমি প্রবেশ করলে মারাত্মক ক্ষতি হতে পারে। অনেক সময় সবজিতে থাকা ফিতাকৃমি মানবদেহে প্রবেশ করতে পারে। এই কারণে সবজির বিষয়ে সতর্ক থাকা উচিত।

210
শীতকালের সবজির মধ্যেও ফিতাকৃমি বাসা বাঁধতে পারে, সতর্ক থাকাই ভালো

বেশ কয়েকটি সবজির মধ্যে ফিতাকৃমি বাসা বেঁধে থাকতে পারে। এ বিষয়ে সতর্ক থাকা উচিত।

310
শীতকালের অন্যতম জনপ্রিয় সবজি বাঁধাকপির মধ্যে বাসা বেঁধে থাকে ফিতাকৃমি

বাঁধাকপিতে বাসা বেঁধে ফিতাকৃমি। এই কারণে বাঁধাকপি কাটা বা ধোয়ার সময় সজাগ দৃষ্টি রাখা দরকার। শরীরে ফিতাকৃমি প্রবেশ করলে মারাত্মক ক্ষতি করতে পারে।

410
খাবারের সঙ্গে ফিতাকৃমির ডিম শরীরে প্রবেশ করলে মস্তিষ্কের দফারফা হয়ে যেতে পারে

বাঁধাকপির সঙ্গে যদি ফিতাকৃমির ডিম শরীরে প্রবেশ করে, তাহলে মাথার ঘিলুতে ছড়িয়ে পড়তে পারে। সেক্ষেত্রে মারাত্মক ক্ষতি হতে পারে।

510
মানকচু, কচুর লতি, কচু পাতার মধ্যেও ফিতাকৃমি বাসা বেঁধে থাকতে পারে

কচু পাতা, কচুর লতি, মানকচু রান্না করার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত। কারণ, এগুলির মধ্যেও ফিতাকৃমির ডিম থাকতে পারে। যা শরীরে প্রবেশ করলে পেটের রোগ, বমি, মস্তিষ্কের জটিল রোগ হতে পারে।

610
কচু পাতা বা কচুর লতি রান্না করার আগে গরম জলে ধুয়ে নেওয়া যেতে পারে

কচু পাতা বা কচুর লতিতে থাকা ফিতাকৃমি দূর করার জন্য রান্না করার আগে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেওয়া উচিত। প্রয়োজনে গরম জলে ধুয়ে নেওয়া যেতে পারে।

710
অন্যতম জনপ্রিয় সবজি বেগুনের বীজের মধ্যেও ফিতাকৃমির ডিম লুকিয়ে থাকতে পারে

বেগুনের বীজের মধ্যে অনেক সময় ফিতাকৃমির ডিম বাসা বেঁধে থাকে। এই কারণে রান্না করার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত। ফিতাকৃমির ডিম শরীরে প্রবেশ করলে মারাত্মক সমস্যা হতে পারে।

810
জনপ্রিয় সবজি কুঁদরির মধ্যেও ফিতাকৃমির ডিম থাকতে পারে, ফলে সতর্ক থাকা উচিত

অনেকেই নিয়মিত কুঁদরি খান। কিন্তু এই সবজির মধ্যেও ফিতাকৃমির ডিম থাকতে পারে। যা শরীরে প্রবেশ করলে পেটের সমস্যা, বমি, স্নায়ুর রোগ হতে পারে।

910
অন্যতম জনপ্রিয় সবজি ক্যাপসিকামের মধ্যেও ফিতাকৃমির ডিম লুকিয়ে থাকতে পারে

ক্যাপসিকামের বীজ, ভিতরের অংশেও ফিতাকৃমির ডিম থাকতে পারে। যা শরীরে প্রবেশ করলে মারাত্মক ক্ষতি হতে পারে।

1010
গ্রীষ্মকালের জনপ্রিয় সবজি পটলের বীজের মধ্যেও ফিতাকৃমির ডিম থাকতে পারে

পটলের বীজের মধ্যেও ফিতাকৃমির ডিম থাকতে পারে। এই কারণে পটলের বীজ ফেলে দিয়ে রান্না করাই ভালো।

click me!

Recommended Stories