শীতকাল মানেই নানারকম মরশুমি সবজির পসরা। এই সময়ে বাজারে সবথেকে যে সবজিটি পাওয়া যায় তা হলো বিট। লাল-লাল এই শালগম খেতে যেমন ভালো তেমনই এর স্বাস্থ্যগুণও রয়েছে প্রচুর। এটি রক্তচাপ নিয়ন্ত্রণ, হার্টের স্বাস্থ্য রক্ষা, মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি, ওজন কমানো, হজমশক্তি উন্নত করা, অ্যানিমিয়া প্রতিরোধ এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। কারণ এতে রয়েছে- নাইট্রেট, ফাইবার, পটাসিয়াম, ফোলেট, ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট। যা শরীর যেমন ভালো রাখে তেমনই ত্বকের যত্নেও উপকারি। শরীরে রক্তপ্রবাহ বাড়াতে সাহায্য করে এই সবজি।