ক্যান্সার থেকে নিশ্চিন্ত করতে একটা পাতাই যথেষ্ট! সকালে উঠে একটা চিবালেই কেল্লাফতে

ক্যান্সার থেকে নিশ্চিন্ত করতে একটা পাতাই যথেষ্ট! সকালে উঠে একটা চিবালেই কেল্লাফতে

Anulekha Kar | Published : Jun 27, 2024 9:33 AM IST / Updated: Jun 27 2024, 03:13 PM IST
18
রোজ একটা পাতা চিবিয়ে খেলেই কী হবে জানেন?

তুলসীর উপকারিতা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। এই পাতাটা যে কতটা উপকারী, তা প্রায় প্রত্যেকেরই জানা।

28
রোজ একটা পাতা চিবিয়ে খেলেই কী হবে জানেন?

তবে আজ জেনে নেব তুলসী পাতার কিছু  অজানা গুণাগুণ সম্পর্কে। তুলসীতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে।

38
রোজ একটা পাতা চিবিয়ে খেলেই কী হবে জানেন?

তাই এই পাতা ক্যান্সার প্রতিরোধে ভীষণ ভাবে সাহায্য করে। শুধু তাই নয়, যারা ক্যান্সার আক্রান্ত তাদের সুস্থতাতেও তুলসী পাতা উপকারী।

48
রোজ একটা পাতা চিবিয়ে খেলেই কী হবে জানেন?

বেশ কিছু ক্লিনিকাল টেস্ট থেকে জানা যায় ডায়াবিটিসেও অত্যন্ত উপকারী এই পাতা। যাদের ডায়াবিটিস রয়েছে তারা এই পাতা খেলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকবে। 

58
রোজ একটা পাতা চিবিয়ে খেলেই কী হবে জানেন?

তুলসী অ্যান্টি বায়োটিক হিসাবে কাজ করে। তাই যাদের জ্বর, সর্দি, কাশির সমস্যা রয়েছে তারা তুলসী পাতা খেলে ভাল উপকার পাবেন।

68
রোজ একটা পাতা চিবিয়ে খেলেই কী হবে জানেন?

এ ছাড়াও কিডনি ভাল রাথকে বেশ উপকারী এই উপাদান। রোজ এই পাতা খেলে কিডনি স্টোনের আশঙ্কা কমে।

78
রোজ একটা পাতা চিবিয়ে খেলেই কী হবে জানেন?

চোখে বিভিন্ন সময় বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন হয়, চোখে জ্বালা পোড়া হয়, বা অ্যালার্জি হয়। এক্ষেত্রে তুলসী পাতা ভীষণ উপকার দেয়।

88
রোজ একটা পাতা চিবিয়ে খেলেই কী হবে জানেন?

এ ছাড়াও দাঁতের মাড়ির যন্ত্রণা বা দাঁতের ইনফেকশন দূর করতে কার্যকর তুলসী পাতা। দাঁতের হলদেভাবও কাটাতে সাহায্য করে এই পাতা।

Share this Photo Gallery
click me!

Latest Videos