Viva City Hospital: ইতিহাস গড়ল মধ্যমগ্রামের ভিভা সিটি হাসপাতাল। উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রাম শহরের ইতিহাসে প্রথম সফল অঙ্গ প্রতিস্থাপন করে ভিভাসিটি হাসপাতাল কার্যত, একটি রেকর্ড তৈরি করে ফেলেছে (vivacity hospital kolkata)। প্রসঙ্গত, কিডনি সমস্যায় ভুগছিলেন ২২ বছর বয়সী এক যুবক। তাঁকে গত ৯ নভেম্বর, এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১১ নভেম্বর, বিশেষজ্ঞ মেডিক্যাল টিম তাঁর সফল কিডনি প্রতিস্থাপনটি সম্পন্ন করে (vivacity hospital news today)।
হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও এবং বিখ্যাত নেফ্রোলজিস্ট ডাঃ প্রতিম সেনগুপ্ত জানিয়েছেন, প্রথম প্রচেষ্টাতেই এই অসাধারণ সাফল্য এই অঞ্চলের স্বাস্থ্য পরিষেবার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর বুধবার, ২৬ নভেম্বর রোগীকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ছেড়ে দেওয়া হয়। এটি আদতে সমগ্র জেলার জন্যই একটি ইতিবাচক অগ্রগতি বলে মনে করছেন চিকিৎসকরা।
সাধারণত এই ধরনের জটিল রোগের ক্ষেত্রে মানুষ সুদূর দক্ষিণ ভারতে পাড়ি দিয়ে থাকেন। তবে কলকাতাতেও বিশেষ করে মফঃস্বলেও যাতে এই রনের জটিল রোগের চিকিৎসা করা যায়, সেইজন্য গত বছর উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামে ভিভাসিটি হাসপাতালটি চালু করেন বিখ্যাত নেফ্রোলজিস্ট প্রতীম সেনগুপ্ত।
আর সেই হাসপাতাল চালু হওয়ার মাত্র ১৫ মাসের মধ্যেই বিরাট সাফল্য পেল মধ্যমগ্রামের ভিভাসিটি হাসপাতাল। ২২ বছর বয়সী এক যুবকের কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হল। কার্যত, ইতিহাস গড়ল মধ্যমগ্রামের ভিভা সিটি হাসপাতাল।
উত্তর ২৪ পরগণা জেলার অন্তর্গত মধ্যমগ্রাম শহরের ইতিহাসে প্রথম সফল অঙ্গ প্রতিস্থাপন করল ভিভাসিটি হাসপাতাল। কার্যত, একটি রেকর্ড তৈরি করে ফেলেছে তারা। উল্লেখ্য, অনেকদিন ধরেই কিডনি সমস্যায় ভুগছিলেন ২২ বছর বয়সী এক যুবক।
তাঁকে গত ৯ নভেম্বর, এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১১ নভেম্বর, বিশেষজ্ঞ মেডিক্যাল টিম তাঁর সফল কিডনি প্রতিস্থাপনটি সম্পন্ন করে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।