Children Hearing Problem: আপনার শিশু কানে ব্যথায় কষ্ট পাচ্ছে? কারণ, করণীয় ও সতর্কতা জেনে রাখুন

Published : Jun 09, 2025, 03:33 PM IST
Simple Excercie for Children

সংক্ষিপ্ত

Hearing Problem: আপনার শিশুও বারবার কানে ব্যথার কথা উল্লেখ করলে অভিভাবকরা তা অবহেলা করবেন না। চিকিৎসকের পরামর্শ নিন। সঠিক সময় চিকিৎসা না হলে এই সাধারণ সমস্যা থেকে মারাত্মক জটিলতা তৈরি হতে পারে।

Health News: শিশুরা প্রায়শই কানে ব্যথা, চুলকানি বা কান দিয়ে জল বা পুঁজ বার হওয়ার মতো সমস্যায় ভোগে। বিশেষ করে স্তন দুগ্ধ পান করা শিশু থেকে ছ’বছর বয়স পর্যন্ত বাচ্চারা এই ধরনের সমস্যায় বেশি আক্রান্ত হয়। ছোটদের কানের ইউস্টেকিয়ান টিউবের গঠন সম্পূর্ণ না হওয়ার কারণে, অল্প কারণেই কানে সংক্রমণ বা প্রদাহের সৃষ্টি হয়। অনেক সময় মা-বাবারা বিষয়টি অবহেলা করে যা, দীর্ঘমেয়াদে ফল হতে পারে মারাত্মক।

কানে ব্যথার সম্ভাব্য কারণ

* কানে ময়লা জমে, কানে জল জমে বা কানের ভিতরে কোনও সংক্রমণের কারণে।

* একেবারে ছোট শিশুদের ক্ষেত্রে দুধ খাওয়ানোর সময়ে মাথাটা একটু উঁচু করে না খাওয়ালে অনেক সময়ে তা কানের ভিতরে ঢুকে যায়।

* ৮-১২ বছর বয়স না হওয়া অবধি ছোটদের কানের ভিতরকার ইউস্টেকিয়ান টিউবের গঠন সম্পূর্ণ হয় না। ছোটদের টনসিল থাকলেও ব্যথা বাড়ে।

* ড. প্রিয়ঙ্কর পাল বলছেন, অনেক সময় গলায় ফ্যারিঞ্জাইটিস থাকলেও কানে ব্যথা হয় কারণ ইউস্টেকিয়ান নালি গলা ও কানকে যুক্ত করে। তেমনই, নাক বা গলার অ্যালার্জি থেকেও কানের সমস্যা হতে পারে।

চিকিৎসার উপায়

* ছোটদের ক্ষেত্রে হালকা গরম সেঁক দেওয়া যেতে পারে প্রাথমিকভাবে

* প্যারাসিটামল দিয়ে ব্যথা সাময়িকভাবে কমানো সম্ভব

* চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক দিয়ে সংক্রমণ ঠেকানোর চেষ্টা হয়।

* ওষুধ, ড্রপ ব্যবহার করার ৬-৭ সপ্তাহ পরেও যদি কানে ব্যথা থেকে যায়, তবে আবার পরীক্ষা জরুরি।

সতর্কতা ও পরামর্শ:-

শিশুদের ক্ষেত্রে মধ্যকর্ণ থেকে নাকের পিছন পর্যন্ত যুক্ত ইউস্টেকিয়ান নালিটি আকারে ছোট, চওড়া ও প্রায় সোজা হয়। অনেক সময়ে হুড়োহুড়ি করে জল বা দুধ খাওয়াতে গিয়ে তা নাকের মাধ্যমে এই নালি দিয়ে মধ্যকর্ণে ঢুকে যায়। পরে তা সংক্রমিত হয়ে পুঁজের সৃষ্টি করে। তাই শিশুকে খাওয়ানোর সময়ে সতর্ক থাকতেই হবে।

অনেক সময়ে গলায় স্ট্রেপটোকক্কাস ব্যাক্টেরিয়ার সংক্রমণ হলে তা মস্তিষ্ক অবধি ছড়িয়ে পড়তে পারে। সে ক্ষেত্রে শিশুর খিঁচুনি হতে পারে। হাত-পায়ের দুর্বলতা দেখা দেয়, দেখতেও সমস্যা হয়। দ্রুত চিকিৎসা না হলে তা প্রাণঘাতী হতে পারে।

কান পরিষ্কারের জন্য তুলো লাগানো ‘স্টিক’একেবারেই ব্যবহার করবেন না। খাবার খাওয়ার সময়ে, কথা বলার সময়ে বা হাঁটাচলার সময়ে স্বাভাবিক ভাবেই কানের পেশির সঞ্চালনে কানের ময়লা বেরিয়ে আসে। বরং তুলো লাগানো কাঠি বা অন্য কোনও সূচালো জিনিস দিয়ে কানের ময়লা পরিষ্কারের চেষ্টা করলে তা থেকে সংক্রমণ ঘটতে পারে।

এই ঋতু পরিবর্তনের সময়ে কখনও রোদ, কখনও বৃষ্টি, তাই সর্দি-কাশি বা ঠান্ডা লাগা থেকে যতটা এড়িয়ে চলতে পারবেন, কানের সমস্যা ততই কম হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

৬০ সেকেন্ডের কম সময়ে মেজাজ হবে ভালো, রইল টিপস
ফ্যাটি লিভারের সমস্যা ভুগছেন? নিয়মিত এই যোগাসনগুলো করলে মিলবে আরাম, জেনে নিন কী কী