২৯ জুলাই ইসলামিক নব বর্ষ পালন করা হবে বলে জানা যাচ্ছে। বিভিন্ন জ্যোতিষী গণনা অনুসারে মনে করা হচ্ছে ২৯ জুলাই নতুন ইসলামিক বর্ষ শুরু হতে চলেছে। এই দিনটি হিজরী নিউ ইয়ার বা হিজরী নববর্ষ বলেও পরিচিত। এটি মহরম মাসের শুরু বলেই ধরা হয়। এই দিনটির জন্য যখন সবাই সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য প্রস্তুত হচ্ছেন,এখানে রইলো ইসলামিক নিউ ইয়ার, বা হিজরী নিউ ইয়ার কিছু দারুন দারুন শুভেচ্ছাবার্তার তালিকা।
২৯ জুলাই ইসলামিক নব বর্ষ পালন করা হবে বলে জানা যাচ্ছে। বিভিন্ন জ্যোতিষী গণনা অনুসারে মনে করা হচ্ছে ২৯ জুলাই নতুন ইসলামিক বর্ষ শুরু হতে চলেছে। এই দিনটি হিজরী নিউ ইয়ার বা হিজরী নববর্ষ বলেও পরিচিত। এটি মহরম মাসের শুরু বলেই ধরা হয়। ইসলামিক নতুন বছর উদযাপন ইসলাম ধর্মের একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস হিসেবে মানা হয়। এই শুভ দিনে ইসলাম ভাই-বোনেদের শুভেচ্ছা বার্তা পাঠান, রইলো কিছু দারুন দারুন শুভেচ্ছা বার্তা।
ইসলামিক নববর্ষ খুবই গুরুত্বপূর্ণ মানা হয় ইসলাম ধর্মে। এর ওপর ভিত্তি করেই নতুন ইসলামিক বর্ষ শুরু হয় এবং বিভিন্ন ইসলামিক পার্বন বা উৎসবের দিনক্ষণ নির্ধারিত হয়। রমদানের উপোস থেকে আরম্ভ করে মহরমের নামাজ এই সব ধর্মীয় উপাচারই নির্ভর করে ইসলামিক নববর্ষের ওপর। এই দিনটি তে মুসলিম ধর্মাবলম্বীরা একসঙ্গে জড়ো হয়ে বিশেষ প্রার্থনা দিয়ে শুরু করে। অনেকে এই দিনটিতে সমাজ সেবা বা জনকল্যাণ মূলক কাজ ও করে থাকে। এই দিনটির জন্য যখন সবাই সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য প্রস্তুত হচ্ছেন,এখানে রইলো ইসলামিক নিউ ইয়ার, বা হিজরী নিউ ইয়ার কিছু দারুন দারুন শুভেচ্ছাবার্তার তালিকা।
১)মহরমের এই শুভ দিনটি খুব ভালো কাটুক আপনার, দয়াবান আল্লাহ আপনার মঙ্গল করুক।
২) আল্লাহ মহরমে আপনাকে আশীর্বাদ করুক, ইসলামিক ক্যালেন্ডারের প্রথম দিনটি এবং বছরের শুভ এই মাসটি খুব ভালো কাটুক।
৩) মহরমের এই শুভ দিনে আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য, সমৃদ্ধি, শান্তি ও খুশি দিক, অপনাকদ এবং আপনার পরিবারকে একটি শান্তিপূর্ন, সুখী বছরের শুভেচ্ছা রইলো, নতুন বছরের বগুলি দিন যেন আল্লাহ আপনার সহায় থাকেন।
৪)সকল বন্ধুদের শুভ ইসলামিক নববর্ষ ১৪৪৪, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনার শান্তি, সুখ ও সাফল্য কামনা করি।
৫) শুভ মহরম ১৪৪৪ আপনাকে। নতুন বছর আপনাকে অনেক সাহস ও ভরসা যোগাক।
ইসলামিক নববর্ষের শুরুর দিনটি প্রফেট মহম্মদ ও তাঁর অনুগামীদের মক্কা থেকে মদিনায় যাওয়ার দিনটির উপর ভিত্তি করেই তৈরি হয়।এটিকে 'হিজড়া' বলে অভিহিত করা হয়। যার জন্য ইসলামিক নববর্ষকে 'হিজরী নিউ ইয়ার' বলেও অভিহিত করা হয়। আমরা আশা করি, ইসলামিক নববর্ষ আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি নিয়ে আসুক। নতুন বছরের অনেক শুভেচ্ছা। আল্লাহর আশীর্বাদ ঝরে পড়ুক আপনার ও আপনার পরিবারের ওপর।
আরও পড়ুন,সেক্সি বেলি ডান্স মুভে, নেট দুনিয়ায় ঝড় তুলেছেন নম্রতা
আরও পড়ুন,বিশ্বের সেরা দশটি দামি গাড়ি! যা গাড়িপ্রেমীদের স্বপ্ন