লকডাউনে সাজিয়ে তুলুন সখের ব্যালকনি, রইল অন্দরসজ্জার তাক লাগানো টিপস

  • একঘেয়েমি কাটাতে অল্প সময় নিয়েই সাজিয়ে তুলুন আপনার সখের ব্যালকনি
  • গো গ্রীন, এই কথাটার যেন বড্ডই অভাব এই কংক্রিটের দুনিয়ায়
  • বারান্দার একটি কোণে বানাতে পারেন আপনার স্বাদের ছোট্ট বাগানটি
  • ঘরের মধ্যেই সবুজ সৌন্দর্যে সাজিয়ে তুলুন আপনার অন্দরমহল
লকডাউনে সকলেই ঘরবন্দি। একাটানা ঘরে থাকতে থাকতে সকলেই মধ্যেই একেঘেয়েমি চলে এসেছে। একঘেয়েমি কাটাতে কী করবেন বুঝতে পারছেন না। ঘরের কাজ করার পর হাতে অল্প সময় নিয়েই সাজিয়ে তুলুন আপনার সখের ব্যালকনি। গো গ্রীন। এই কথাটার যেন বড্ডই অভাব এই কংক্রিটের দুনিয়ায়।  ঘরের মধ্যেই সবুজ সৌন্দর্যে সাজিয়ে তুলুন আপনার অন্দরমহল।  কিছু ইন্ডোর প্লান্ট দিয়েই সাজিয়ে নিতে পারেন আপনার অন্দরমহল। এতে যেমন ঘরের শোভা বাড়বে তার পাশাপাশি শরীর ও মন দুটিই বোশ তরতাজা থাকবে।

আরও পড়ুন-বিনামূল্যে রান্নার গ্যাস পেতে চান, আজই করুন এই কাজটি...

যত দিন যাচ্ছে ফ্ল্যাটের চার দেওয়ালের মধ্যেই কেমন আবদ্ধ হয়ে যাচ্ছে এই জীবন। কিন্তু শান্তির নীড়ের খোঁজে বেশি কিছু করতে হবে না। ছোট্ট কোজি বারান্দাই যথেষ্ঠ এর জন্য। বারান্দার একটি কোণে বানাতে পারেন আপনার স্বাদের ছোট্ট বাগানটি। তার জন্য খুব বোশি পরিশ্রমেরও দরকার হয় না। দিনের বেলা হোক বা রাতের বেলা আধঘন্টাই যথেষ্ঠ। এতে মনটাই ভাল থাকবে। আর সময়টাও যে কীভাবে কেটে যাবে তা টেরও পাবেন না। ড্রয়িং রুমের মধ্যে  একটি কর্ণার করে সুন্দর একটি কাচের জারের মধ্যে কিছু জলজ গাছও রাখতে পারেন। এখন বিভিন্ন রঙের জার বেরিয়ে গেছে। যা ঘরের সৌন্দর্যকে আলাদা মাত্রা দেব। 

আরও পড়ুন-করোনা রুখতে শিশুদের চাই বাড়তি সতকর্তা, সুরক্ষায় যা যা করবেন...

ব্যালকনিটা সবার আগে পরিস্কার করে নিন। তারপর আপনার নিজের পছন্দ মতো টব এনে তাতে ওয়াটার লেটুস, আমব্রেলা পাম, প্যারটস ফেদার, ওয়ান্ডারিং জু , মানিপ্লান্ট ইত্যাদি এই ধরনের গাছ লাগাতে পারেন।এছাড়া অ্যাকোয়াটিক প্লান্টের জনপ্রিয়তাও খুব বেড়েছে। যেমন ওয়াটার লেমন গ্রাস, নানা ধরনের শালুকও কিনতে পারেন। যে কোনও ভাল নার্সারিতে গেলেই এই গাছগুলি পেয়ে যাবেন। একটু বুদ্ধি খাটিয়ে অল্প জিনিস দিয়েই অভিনব কায়দায় সাজিয়ে ফেলতে পারবেন আপনার সাধের ব্যালকনিটি। এছাড়া বেডরুমের মধ্যে একটি ল্যাভেন্ডার গাছ কিনে এনে ঘরের এক কোণায় বসিয়ে রাখুন। ল্যাভেন্ডারের মিষ্টি গন্ধে আপনি এমনিতেই ফ্রেশ এবং তরতাজা থাকবেন। মুহূর্তে ক্লান্তি দূর করতে ম্যাজিকের মতোন কাজ করে এই গাছ।




আরও পড়ুন-করোনা সংক্রমণের মাঝেই বড় বিপদ, আগ্নেয়গিরির লাভার মত বিষাক্ত ছাইয়ের স্রোত মধ্যপ্রদেশে...

আরও পড়ুন-করোনাভাইরাস LIVE, লকডাউন বাড়ানোর আর্জি মমতার, পাশে আছি বার্তা দিলেন মোদী...

আরও পড়ুন-রেকর্ড গড়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৯৬ , তুবও পরিস্থিতি উদ্বেগের নয় আশ্বাসবাণী বিশেষজ্ঞদের...




 

Share this article
click me!

Latest Videos

‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
গোপন অভিযান চালিয়ে হতবাক পুলিশ! এ কী উদ্ধার হলো নদীয়া থেকে, দেখুন | Nadia News Today