করোনা রুখতে শিশুদের চাই বাড়তি সতকর্তা, সুরক্ষায় যা যা করবেন
| Published : Apr 10 2020, 08:05 PM IST / Updated: Apr 10 2020, 08:09 PM IST
করোনা রুখতে শিশুদের চাই বাড়তি সতকর্তা, সুরক্ষায় যা যা করবেন
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
111
করোনা প্রতিরোধে সবার প্রথম যেটা করতে হবে, ভাল করে হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে হবে।
211
বাইরে বেরোলেই অ্য়ালকোহল বেসড স্যানিটাইজার দিতে হাত পরিস্কার করে ধুয়ে নিন। মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে।
311
কারোর যদি জ্বর হয়ে থাকে তার থেকে দূরত্ব বজায় রাখতে হবে।
411
নিজের ঘর সবসময় পরিস্কার-পরিচ্ছন্ন রাখুন। প্রতিদিন জীবাণুনাশক দিয়ে ঘর মুছে নিন।
511
খাওয়ার আগে শিশুদের হাত ভাল করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে।
611
রান্নাঘর যেখানে সবথেকে বেশি সময় কাটান সেখানটাও ভাল করে পরিষ্কার রাখুন।
711
জামাকাপড় প্রতিদিন ডেটল দিয়ে ভাল করে ধুয়ে নিন। এক পোশাক টানা ব্যবহার করবেন না।
811
শিশুর খেলনার জিনিসগুলি প্রতিদিন পরিষ্কার করে নিন।
911
ঠান্ডা জল, আইসক্রিম থেকে এই সময়টা যতটা পারবেন দূরে রাখুন। বাচ্চা কাঁদলেও দেবেন না। বাচ্চার সামনে থেকে যতটা পারবেন দূরে রাখুন। যতটা পারবেন গরম জলে স্নান করান।
1011
এই সময়টাতে শিশুদের যতটা পারবেন মশলাযুক্ত খাবার থেকে বিরত রাখুন। সবুজ সাক-সব্জি ও নিয়মিত ফল খাওয়ান।
1111
হাঁচি-কাশি হলে বাড়িতেও মাস্ক পরিয়ে রাখুন। সবসময় রুমাল ব্যবহার করান। যেই সমস্ত জায়গায় লোকজন বেশি সেখান থেকে শিশুকে দূরে রাখুন।