এক ঘুমে লাখ টাকা, অভিনব চাকরি দিচ্ছে ভারতেরই একটি সংস্থা

  • ঘুমানোর চাকরী দেবে ভারতের একটি সংস্থা
  • ১০০ দিনের জন্য একজন ইন্টার্ন নিয়োগ করা হবে 
  • তাঁকে শুধু প্রতি রাতে ৯ ঘণ্টা করে ঘুমোতে হবে
  • কাজের শেষে সেই ইন্টার্ন পেয়ে যাবেন ১ লক্ষ টাকা
     

Ritam Talukder | Published : Dec 5, 2019 3:19 PM IST

কাজের জায়গায় গিয়েই কি ঘুম পায়, তাহলে ঘুমটাকেই কাজ হিসেবে স্বীকৃতি দেবে ভারতের একটি সংস্থা। আজ্ঞে হ্য়াঁ, নিশ্চিন্তে ঘুমোনোর জন্য মোটা টাকার বেতন দিতে চলেছে এই সংস্থা।  চাকরিটা আসলে একটি ইন্টার্নশিপ। আর ঘুমোনোর জন্যই এবার শিক্ষানবীশদের কাজ দিতে চলেছে স্টার্টআপ । এই স্টার্টআপের তরফে,অনিদ্রার সমস্য়া দূর করতেই সহজ উপায় বের করে দেওয়া হয়। 

আরও পড়ুন, পাহাড়ে অফবিট রুটের খোঁজ, শীতের মরশুমে ঘুরে দেখুন সিলারি গাঁও

স্লিপ সলিউশনস স্টার্টআপ 'ওয়েক আপ', এবার তাদের 'স্লিপ ইন্টার্নশিপ ২০২০ ব্য়াচ' প্রজেক্টের জন্য শিক্ষানবীশদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। ইতিমধ্য়েই তাঁরা নিজেদের ওয়েবসাইটে চাকুরি নিতে অংশগ্রহনকারীদের জন্য একটি পোস্ট করেছে। 

আরও পড়ুন, আপনি কি জানেন, দেখাদেখি হাই তোলায় মানুষের সঙ্গে শিম্পাঞ্জীরও মিল আছে


বিশেষ এই চাকরিটি পেতে গেলে মূলত দুটি যোগ্যতা থাকতে হবে। প্রথমত,অংশগ্রহনকারীকে উৎসাহী হতে হবে। দ্বিতীয়ত, ঘুমটা যেন তাঁর সহজেই আসে। এই চাকরির জন্য নির্দিষ্ট ড্রেস কোডও রয়েছে। ঢিলেঢালা পাজামা পরেই এই চাকরি করতে হবে। এবং ইন্টার্নশিপে প্রতি রাতে ৯ ঘণ্টা করে ঘুমোতে হবে। মোট ১০০ দিনের এই কাজের জন্য একজন ইন্টার্নকে নিয়োগ করা হবে। আর ১০০ দিন কাজ করার পর জন্য সেই ইন্টার্ন পেয়ে যাবেন ১ লক্ষ টাকা।

Share this article
click me!