পুজো আসছে, জীবনটাকে আরও সুন্দর করতে মেনে চলুন এই বাস্তুর এই নিয়মগুলি

  • বসতবাড়ির  প্রবেশদ্বার ও তার সংযুক্ত বারান্দার বাস্তুরীতি
  • পূর্বদিক এবং উত্তর দিক হল বাড়ির প্রবেশ দ্বারের জন্য ভালো দিক
  • প্রবেশ দ্বারের সামনে কখনোই কোনও আয়না রাখা উচিত নয়
  • প্রবেশ দ্বার বা সংযুক্ত বারান্দায় মানি প্লান্ট কিংবা কোনও ক্যাকটাস রাখবেন না
     

debojyoti AN | Published : Sep 21, 2019 10:26 AM IST / Updated: Sep 22 2019, 10:00 AM IST

শারদীয়ার প্রাক্কালে আপনি আপনার বাড়ির প্রবেশদ্বার ও তার সংযুক্ত বারান্দা সাজানোর ক্ষেত্রে বাস্তু তন্ত্রের কিছু নিয়ম রীতি মেনে চলতে পারেন। অনেকে পরিবারে শান্তি-শৃঙ্খলা ধরে রাখতে বাস্তু টিপস-এর ওপর ভরসা করেন। আসলে অনেক সময় আর্থিকভাবে স্বচ্ছল থাকলেও আমরা মানসিকভাবে শান্তি পাইনা। এদিকে তার কারণও খুঁজে পাইনা। অথচ খুব ছোট ছোট কয়েকটা জিনিস মেনে চললেই আমরা কিন্তু অনেক ভালো থাকতে পারি। কিছু বাস্তু টিপস্ দেওয়া রইল নীচে-  

আরও দেখুন, পুজোর হুজুগে নয়, বুঝে চুল কাটুন

১। সাধারণত পূর্বদিক এবং উত্তর দিক হল যেকোনও বাড়ির প্রবেশদ্বারের জন্য সবচেয়ে ভালো দিক।

২। প্রবেশদ্বারের সামনে কখনোই কোনও আয়না রাখা উচিত নয়। সেটা ছোট হোক কিংবা বড়। কারণ এই আয়না রাখলে বাইরে থেকে পজিটিভ আলোকরশ্মি প্রবেশদ্বার দিয়ে ঘরের মধ্যে ঢুকতে পারবেনা। ওই আয়নায় প্রতিফলিত হয়ে আবার বাইরে ফিরে যাবে। 

৩। যদি বারান্দায় আপনি জুতোর বাক্স রাখেন, তাহলে অবশ্যই গুছিয়ে রাখুন। মাথায় রাখতে হবে  জুতোর বাক্সর উচ্চতা যেন আপনার বাড়ির উচ্চতার ১/৩ ভাগের কম হয়। 

৪। আপনার বাড়ির বারান্দা দিয়েই যেহেতু সবাই প্রবেশ করবে, তাই অবশ্যই আপনি কিছু ভালো ছবি বা মূর্তি সেখানে সাজিয়ে রাখতে পারেন। এতে অতিথির মনে একটা পজিটিভ প্রভাব পড়বে। 

আরও পড়ুন, অভিনব উদ্যোগ, পুজোমণ্ডপের পাশেই শিশুদের স্তন্যদানে মায়েদের জন্য বিশেষ ব্যবস্থা

৫। প্রবেশদ্বার সংযুক্ত বারান্দায় পারলে রঙিন জলের মাছ রাখবেন না। রঙিন জলের মাছ যদি রাখতেই হয়, তাহলে সবথেকে উপযুক্ত স্থান হল- আপনার ড্রয়িং রুম। 

৬। বারান্দায় আপনি চাইলে কিছু গাছ রাখতে পারেন, কিন্তু মানি প্লান্ট কিংবা কোনও ক্যাকটাস রাখবেন না। 

৭। প্রবেশদ্বারের দরজার রঙ হালকা রাখুন। 

Share this article
click me!