দেশীয় প্রযুক্তিতে মোবাইল তৈরি থেকে বৈদ্যুতিন সরঞ্জাম তৈরি, বাজেটে একগুচ্ছ ঘোষণা

Published : Feb 01, 2020, 03:16 PM ISTUpdated : Feb 01, 2020, 03:19 PM IST
দেশীয় প্রযুক্তিতে মোবাইল তৈরি থেকে বৈদ্যুতিন সরঞ্জাম তৈরি, বাজেটে একগুচ্ছ ঘোষণা

সংক্ষিপ্ত

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করছেন ইউনিয়ন বাজেট ২০২০ প্রযুক্তি ক্ষেত্রে অনেকগুলি নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেন মোবাইল ফোন ও বৈদ্যুতিন সরঞ্জাম তৈরিতে বিশেষ গুরুত্ব  ভারতনেট, কোয়ান্টাম কম্পিউটিং-এ বিশেষ বরাদ্দ ঘোষণা

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বছরের ইউনিয়ন বাজেট পেশ করছেন এই মুহূর্তে। প্রযুক্তি ক্ষেত্রে যেসব সিদ্ধান্ত নেওয়া হল তা একনজরে দেখে নেওয়া যাক-

  • -৬ লাখ অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন দেওয়া হবে যার মাধ্যমে ওঁরা ১০ কোটি  পরিবারের পুষ্টির মান আপলোড করতে পারবেন
  • -ভারত নেট-কে ৬০০০টাকার সহায়তা দেওয়া হবে ইন্টারনেট কানেক্টিভিটির জন্য।
  • - পুরনো মিটারের জায়গায় স্মার্ট প্রি-পেড মিটার চালু করা হবে।
  • -৮০০০ কোটি টাকার অনুদান বরাদ্দ করা হল ন্যাশনাল মিশন অন কোয়ান্টাম কম্পিউটিং অ্যান্ড টেকনোলজি প্রকল্পে।
  • - ২০২১ -এর ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে ১ লাখ গ্রাম পঞ্চায়েতকে যুক্ত করা হবে ভারতনেট-এর সঙ্গে।
  • - সমগ্র দেশ জুড়ে ডেটা সেন্টার পার্ক স্থাপন করার প্রস্তাব পেশ করা হয়েছে।
  • -এম এস এম ই- কে আরও প্রতিযোগিতামূলক করে গড়ে তোলার লক্ষ্যে ন্যাশনাল লজিস্টিক পলিসি  নির্মাণ করা হবে।
  • - পাঁচটি নতুন স্মার্ট সিটি তৈরি হবে ।
  • -মোবাইল ফোন, অন্যান্য বৈদ্যুতিন সরঞ্জাম তৈরির ও সেমি-কন্ডাকটর প্যাকেজিং-এর ওপর জোর দেওয়ার জন্য নতুন স্কিম আনার পরিকল্পনা নেওয়া হল।
  • -অর্থমন্ত্রী আরও জানিয়েছেন যে বিনিয়োগকারী ব্যবসায়ীদের জীবন সরলীকরণ করার উদ্দেশ্যে ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স সেল গঠিত হবে।
  • - সদ্য পাশ করা ইঞ্জিনিয়ারদের ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে শহরাঞ্চলের স্বায়ত্তশাসিত সংস্থায়।
  • -এফডিআই ২০১৪-২০১৯-এর মধ্যে বেড়ে দাঁড়িয়েছে ২৮৪ ডলার
  • -অনলাইন পরিপূর্ণ ডিগ্রি কোর্স প্রোগ্রাম প্রদান করা হবে অবহেলিত শ্রেণির মানুষদের
  • -২০২১ -এর আর্থিক বছরে ১৫০টি উচ্চ শিক্ষার কেন্দ্রে শিক্ষানিবিশী ডিপ্লোমা প্রদান করা হবে; লক্ষ্য হল 'স্টাডি ইন ইন্ডিয়া'-এর প্রচার করা।
  • -শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ করা হল ৯৯,৩৩০০ কোটি টাকা। সঙ্গে ৩,০০০ কোটি টাকা স্কিল খাতে বরাদ্দ করা হল।
  • - নতুন শিক্ষা নীতি শীঘ্রই ঘোষণা করা হবে।
  • - বিমান পরিবহন মন্ত্রক লঞ্চ করবে 'কৃষি উড়ান'- দেশে ও বিদেশে এর মাধ্যমে কৃষিপণ্য রপ্তানি করা হবে।
  • -বিনাশশীল পণ্য পরিবহনের জন্য থাকবে কিষাণ রেল।  
     

PREV
click me!

Recommended Stories

বাড়ির বারান্দা সাজাতে ব্যবহার করতে পারেন এই কয়টি গাছের মধ্যে একটি, রইল তালিকা
বাড়িতে সবচেয়ে বেশি জীবাণু এখানেই জন্মায়