জাস্টিন বিবারের গান গেয়ে নেট দুনিয়ায় তাক লাগাল কর্ণাটকের কৃষক, ভাইরাল ভিডিও

Published : Dec 17, 2019, 04:07 PM IST
জাস্টিন বিবারের গান গেয়ে নেট দুনিয়ায় তাক লাগাল কর্ণাটকের কৃষক, ভাইরাল ভিডিও

সংক্ষিপ্ত

৩ মিনিট ১০ সেকেন্ডের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়া জুরে ছেয়ে গিয়েছে এই ছোট্ট ভিডিওটি আপনার মন ভালো করে দেবে এটা ঠিক জাস্টিন বিবারের যেই গানে মত্ত গোটা দুনিয়া কর্ণাটকের এক কৃষক বিবারের সেই গান গেয়ে আপতত শিরোনামে রয়েছেন

৩ মিনিট ১০ সেকেন্ডের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়া জুরে ছেয়ে গিয়েছে। এই ছোট্ট ভিডিওটি আপনার মন ভালো করে দেবে এটা ঠিক। এসএস ইসাই পল্লি নামের একটি ইউটিউব এ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে এই ভিডিওটি। 

জাস্টিন বিবারের যেই গানে মত্ত গোটা দুনিয়া, কর্ণাটকের এক কৃষক বিবারের সেই গান গেয়ে আপতত শিরোনামে রয়েছেন। ২০০৯ সালের বিবারের বিখ্যাত গান 'বেবি'। যা সাড়া ফেলেছিল দুনিয়া জুড়ে। সেই গান গেয়ে এবার নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন এই কৃষক। দেখে নিন জাস্টিন বিবারের গাওয়া গানটি-

ভিডিওটিতে দেখা গেছে তিনি মাঠে কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় একজন ব্যক্তি যিনি সম্ভবত ভিডিওটি করেছেন, এসে তাঁকে এই গান গাওয়ার অনুরোধ জানান। এরপরেই একেবারে কাজ থামিয়ে তিনি এই গান ধরেন, দেখে নিন নেট দুনিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও-

PREV
click me!

Recommended Stories

সব বল পেনে ঢাকনাতেই ফুটো থাকে কেনো? এক ক্লিকে জানুন এর আসল কারণগুলি
আপনার পোষ্যের ঘুমের অঙ্গীভঙ্গি দেখলে আপনি বুঝতে পারবেন তার মনোভাব