চুল শুকোতে প্রতিদিন ড্রায়ার তো ব্যবহার করেন, এর ক্ষতিকর দিকগুলো জানেন কি

Published : Nov 16, 2019, 11:58 AM ISTUpdated : Nov 21, 2019, 09:44 AM IST
চুল শুকোতে প্রতিদিন ড্রায়ার তো ব্যবহার করেন, এর ক্ষতিকর দিকগুলো জানেন কি

সংক্ষিপ্ত

দিনে দিনে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার কমছে তাপমাত্রা আর শুষ্ক হয়ে আসছে আবহাওয়া চুল শুকানোর জন্য ব্যবহার হয় হেয়ার ড্রায়ারের নিয়মিত হেয়ার ড্রায়ারের ব্যবহার আদৌ চুলের জন্য ভালো কি

দিনে দিনে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। কমছে তাপমাত্রা আর শুষ্ক হয়ে আসছে আবহাওয়া। তাই এই মরশুমেই বিশেষ যত্নের প্রয়োজন ত্বক ও চুলের। বিশেষ করে ঠান্ডায় চুল দ্রুত শুকনোর জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি হেয়ার ড্রায়ারের। প্রতিদিনের ব্যস্ততার ফলে সাধারন উপায়ে চুল শুকানো অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। তাই নিয়মিত ব্যবহার করতে হয় হেয়ার ড্রায়ারের। নিয়মিত হেয়ার ড্রায়ারের ব্যবহার আদৌ চুলের জন্য ভালো কি না চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত।

আরও পড়ুন- মুখের দাগ ছোপ নিয়ে চিন্তিত, মেনে চলুন অব্যর্থ এই ঘরোয়া টোটকা

চুল শুকনোর জন্য প্রাকৃতিক উপায় সবচেয়ে নিরাপদ। তবে সেটা কর্মব্যস্ত জীবনে সব সময় সম্ভব হয়ে ওঠে না। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত হেয়ার ড্রায়ার ব্যবহার করলে চুলে নানান পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। তাই ড্রায়ার ব্যবহার করার আগে সব সময় চুল ভালো করে মুছে নিয়ে তারপর ড্রায়ার ব্যবহার করা উচিৎ। চুলের থেকে কিছুটা দুরত্ব বজায় রেখে তারপর ব্যবহার করুন ড্রায়ার। নাহলে চুলে স্বাভাবিক আদ্রতা দ্রুত নষ্ট হয়ে যায়। ড্রায়ার দিয়ে চুল শুকনোর সময় অবশ্যই হেয়ার ব্রাশ বা চিরুনি ব্যবহার করুন। 

আরও পড়ুন- ডায়াবেটিসকে বশে রাখতে চান, তবে অবশ্যই পাতে রাখুন এগুলি

প্রতিদিন হেয়ার ড্রায়ার ব্যবহার করলে, চুলের ভিতরের স্তর নষ্ট হয়ে যায়। ড্রায়ারের প্রচুর তাপের ফলে চুলে আগা ফেটে যায়। ফলে কিছু সময় বাঁচাতে গিয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে চুল। এছাড়া অতিরিক্ত ড্রায়ার ব্যবহারের ফলে নষ্ট হয় চুলের আদ্রতা ও পুষ্টি। ফলে চুল হয়ে পড়ে প্রাণহীন ও নিস্তেজ। এর ফলে চুল তার স্বাভাবিক সৌন্দর্য দ্রুত হারিয়ে ফেলে। এর ফলে চুলের গঠন  আকৃতি নষ্ট হয়ে যায়। তাই যতটা সম্ভব স্বাভাবিক উপায়েই চুল শুকনোর চেষ্টা করুন। আর যদি হেয়ার ড্রায়ারের ব্যবহার করতেই হয় তবে থার্মাল প্রোটেক্টর ব্যবহার করুন।  

PREV
click me!

Recommended Stories

ট্রেনের সফরে এই কয়েকটি ইলেকট্রিক জিনিস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি, হতে পারে জেল
আপনার সারমেয় সামনে যা পায় তাই চিবোয়? সতর্ক হন, কোন ধরনের খেলনা কিনবেন?