ছুটির দিনের লাঞ্চ জমে উঠুক মটন পোস্তর সঙ্গে

Published : Aug 31, 2019, 01:21 PM IST
ছুটির দিনের লাঞ্চ জমে উঠুক মটন পোস্তর সঙ্গে

সংক্ষিপ্ত

ছুটির দিনগুলি আর পাঁচটা দিনেক মতো সাধারণ খাওয়া দাওয়া মোটেই ভালো লাগে না ছুটির দিনগুলিকে জমিয়ে তুলতে বিভিন্ন রকমের রেসিপি শিখে রাখাই যায় পোস্তর রেসিপি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর সামনেই পুজো তাই নানান পদ শিখে রাখলে, বাড়িতে আসা অতিথিদের তাক লাগিয়ে দিতে পারবেন

সপ্তাহ শেষের ছুটির দিনগুলি আর পাঁচটা দিনেক মতো সাধারণ খাওয়া দাওয়া মোটেই ভালো লাগে না। তাই ছুটির দিনগুলিকে জমিয়ে তুলতে বিভিন্ন রকমের রেসিপি শিখে রাখাই যায়। পোস্তর রেসিপি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আর এই পোস্তর সঙ্গে যদি যুগলবন্দী তে থাকে মটন, তবে আর কথাই নেই। তার মধ্যে সামনেই পুজো তাই নানান পদ শিখে রাখলে, বাড়িতে আসা অতিথিদের তাক লাগিয়ে দিতে পারবেন, আপনার রান্নার কেরামতি দেখিয়ে। তাই দেরি না করে চটজলদি দেখে নেই, মটন পোস্তর অনবদ্য এই রেসিপি।
 
মটন পোস্ত বানাতে লাগবে-

মটন ৫০০ গ্রাম
নারকেলের দুধ হাফ কাপ
পোস্ত বাটা হাফ কাপ
পেঁয়াজ কুঁচি ১ কাপ
আদা বাটা ২ টেবল চামচ
রসুন বাটা ২ চা চামচ
রোস্টেড জিরে গুঁড়ো ১ চা চামচ
হলুদ গুঁড়ো ১ চা চামচ
লাল লঙ্কার গুঁড়ো ১ চা চামচ
কাশ্মিরি লঙ্কার গুঁড়ো ১ চা চামচ
কাঁচা লঙ্কা ৩ থেকে ৪ টে
ঘি ১ টেবল চামচ
লবন স্বাদ মতন

আরও পড়ুন- এই খাবারগুলি কখনও গরম করে খাবেন না, হতে পারে ক্যানসারও

যে ভাবে বানাবেন-

মটন খুব ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন।
প্রেসার কুকারে সামান্য লবন দিয়ে মটন সিদ্ধ করে  নিয়ে স্টক আলাদা করে সরিয়ে রাখুন
পাত্র গরম করে তাতে ঘি দিয়ে পেঁয়াজ কুঁচি লাল করে ভেজে নিন।
এরপর এতে আদা বাটা, রসুন বাটা-সহ সমস্ত গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিন।
প্রয়োজনে মটনের স্টক ব্যবহার করুন। (রান্নায় আলাদা জল ব্যবহার করবেন না, মটনের স্টকেই রান্না করলে স্বাদ বজায় থাকবে)
মশলা খুব ভালো করে কষিয়ে, তেল বেরিয়ে এলে সেদ্ধ করা মাংস দিয়ে আরও মিনিট ২০ কষিয়ে নিন।
মাংস কষানো হয়ে গেলে ঢেকে ঢেকে রান্না করে খুব ভালো করে সিদ্ধ করে নিন।
রান্নার সময় খেয়াল রাখতে হবে যাতে মাংস খুব ভালো মতো সিদ্ধ হয়। যাতে চামচে করে কেটে নেওয়া যায়, এমন ভাবেই এই রান্নায় মাংস সিদ্ধ করতে হয়।
এরপর উপর থেকে নারকেলের দুধ ও পোস্ত বাটা দিয়ে আরও মিনিট ১৫ রান্না করুন।
প্রয়োজন মত গ্রেভি শুকিয়ে নিন বা রেখে উপর থেকে সামান্য ঘি ছড়িয়ে নামিয়ে নিন।
গরম গরম ভাত বা পরোটার সঙ্গে পরিবেশন করুন অন্য স্বাদের মটনের এই পদ।

PREV
click me!

Recommended Stories

ক্যান্সারের সঙ্গে লড়াই করা অ্যান্টিঅক্সিডেন্ট আসলে কী? কীভাবে কাজ করে? উত্তর দিলেন ডায়েটেশিয়ান
এই ৬টি খাবার খেলেই দারুণ ঘুম? দেখে নিন তালিকা