কত অপেক্ষার অবসান। একবছর মা এলেন মর্ত্যে। এই শুভক্ষণে জানাই শুভেচ্ছা। শুভ মহা ষষ্ঠী।
তুমি মহামায়া, তুমি পাপের বিনাশক, তুমিই আমাদের দাও ছায়া। তোমার আগমন বেলায় সকলকে জানানই শুভেচ্ছা। শুভ মহা ষষ্ঠী।
মহা ষষ্ঠীর শুভক্ষণে সকলকে জানাই শুভেচ্ছা। মায়ের আশীর্বাদ সর্বদা থাকুক আপনার ওপর।
আনন্দ আর ভালাবাসার উপহার নিয়ে আসুক মা দুর্গা। শুভ মহা ষষ্ঠী।
শঙ্খে শঙ্খে মঙ্গল গাও। জননী এলেন দ্বারে। শুভ ষষ্ঠী শুভক্ষণে জানানই শুভেচ্ছা।
শুভ মহা ষষ্ঠী। এই মহা ষষ্ঠীর শুভ সময় সকলকে জানাই শুভেচ্ছা। আনন্দে কাটুক দুর্গোৎসব।
নীল আকাশের মেঘের ভেলা, আনন্দে কাটুক শারদ বেলা। মহা ষষ্ঠীর শুভক্ষণে সকলকে জানাই শুভেচ্ছা। শুভ মহা ষষ্ঠী।
ঢাকের তাল ধ্বনিত হচ্ছে সর্বত্র। মায়ের আগমনে, চারিদিকে আনন্দের ঢেউ। ষষ্ঠীর শুভক্ষণে জানাই সকলকে শুভেচ্ছা।
শরৎ মেঘের ভেলায় এলেন মা দুর্গা। পুজোর এই কদিন কাটুক আনন্দে। ষষ্ঠীর এই শুভ তিথিতে জানাই শুভেচ্ছা।
মা দুর্গার আগমনে শুভ শক্তি প্রসারিত হোক সর্বত্র। তাঁর আশীর্বাদে যেন আমরা নিজেদের ভেতরের অসুরতে পরাজিত করতে পারি। শুভ ষষ্ঠী।
Sayanita Chakraborty