Bijaya Dashami: মায়ের বিদায় বেলায় সকলকে জানান শুভেচ্ছা, রইল সেরা শুভেচ্ছা বার্তার হদিশ

Published : Oct 02, 2025, 08:00 AM ISTUpdated : Oct 02, 2025, 10:08 AM IST

বিজয়া দশমী উপলক্ষে রইল একাধিক শুভেচ্ছা বার্তা । মা দুর্গার বিদায়বেলায় প্রিয়জনদের পাঠানোর জন্য এই বার্তাগুলি ব্যবহার করতে পারেন, যা আনন্দ, ভালোবাসা ও ইতিবাচকতায় পূর্ণ।

PREV
15

শুভ বিজয়া। মা দুর্গা যেমন অশুভকে পরাজিত করেছিলেন, তেমনই আপনার জীবন থেকে দূর করুক সকল বাধা।

দশমীর এই শুভ দিনে, আপনার ও আপনার পরিবারের সকলকেই জানাই শুভেচ্ছা।

25

বিজয়া দশমী মানে আবারও এক বছরের অপেক্ষা, মা দুর্গার আশীর্বাদে শুরু হোক আপনার জীবনের নতুন পথ চলা। শুভ বিজয়া দশমী।

এই বিজয়া আপনার জীবনে নিয়ে আসুক আনন্দ। একটা বছর কাটুক সুখে।

35

মাগো এবার বিদায় তবে, আসছে বছর আবারর হবে। শুভ বিজয়া দশমী।

অন্ধকার দূর হোক, আসুক আলো। শুভ বিজয়া দশমী।

45

এই বিজয়া দশমীর আনন্দ আপনার মনে ভালোবাসা ও ইতিবাচকতায় পূর্ণ হোক। শুভ বিজয়া দশমী।

ঢাকের কাঠি নীরব হল, মন ভরেছে বিষাদে,

আসছে বছর আবার হবে। শুভ বিজয়া দশমী।

55

আজ মায়ের যাওয়ার পালা। আশা করি দুর্গা মায়ের আশীর্বাদ তোমার জীবনের সব বাধা কেটে যাবে। মায়ের বিদায় বেলায় তোমাকে জানাই শুভ বিজয় প্রীতি ও শুভেচ্ছা।

শুভ বিজয় দশমীর শুভেচ্ছা। আশা করি মা দুর্গা আপনাকে আশীর্বাদ করবেন যাতে সারা বছর সুখ ও শান্তিতে কাটে।

Read more Photos on
click me!

Recommended Stories