Christmas Wishes: বড়দিনে সকলকে জানান শুভেচ্ছা, রইল সেরা ১০ শুভেচ্ছা বার্তা

Published : Dec 25, 2025, 07:21 AM IST

এই বড়দিনে যিশুর আশীর্বাদে আপনার জীবন আনন্দ, সুখ ও শান্তিতে ভরে উঠুক। এই উৎসবের মরসুমে আপনার জীবনে সাফল্য, কর্মস্পৃহা এবং ইতিবাচকতা আসুক, এই কামনায় বন্ধুদের এবং প্রিয়জনদের জন্য রইল একাধিক শুভেচ্ছা বার্তা।

PREV
15

তোমার জীবন যিশুর আশীর্বাদে আনন্দ ও সুখে ভরে উঠুক। বড়দিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা।

সান্তা ক্লজ আসুক আর না আসুক, তোমার জীবন যেন সারা বছর উপহারে ভরে থাকে। মেরি ক্রিসমাস।

25

শান্তি সম্প্রীতি আর আনন্দে ভরে উঠুক তোমার বড়দিন। শুভ বড়দিন।

এই শীতে তোমার জীবনে আসুক খুশি উষ্ণতা। শুভ বড়দিন।

35

বড়দিনের আলোয় আপনার জীবন হয়ে উঠুক উজ্জ্বল। মেরি ক্রিসমাস।

আপনার দুঃখ, কষ্ট, চিন্তা দূর করবেন প্রভু যিশু। রইল বড়দিনের শুভেচ্ছা।

45

বড়দিন আপনার জীবনে এবং কর্মক্ষেত্রে আনুক প্রচুর সাফল্য ও শান্তি। শুভ বড়দিন।

এই উৎসবের মরসুম আপনার জীবনে কর্মস্পৃহা ও আনন্দ বয়ে আনুক।

55

বড়দিন মানে শুধু সাজসজ্জা নয়, মানে মনটা ঝেড়ে নতুন করে ভালোবাসা দিয়ে সাজানো। মেরি ক্রিসমাস।

সব অশুভ শক্তির বিনাশ হোক, পজিটিভিটি থাকুক চারিদিকে। আমার সকল বন্ধুদের জানাই মেরি ক্রিসমাস।

Read more Photos on
click me!

Recommended Stories