একটি ভালো বই ১০ জন বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটা সম্পূর্ণ লাইব্রেরির সমান। Happy Friendship Day।
ভালোবাসা, হাসি এবং বন্ধুত্বে ভরা একটি দিন কামনা করছি। Happy Friendship Day।
বন্ধুত্ব শুধু একটা শব্দ বা সম্পর্ক নয়, এটি একটা আবেগ। নীরবে থাকা প্রতিশ্রুতি। আমি ছিলাম, আছি, থাকব তোমার পাশে।