Friendship Day-তে প্রিয় বন্ধুকে জানান শুভেচ্ছা, রইল সেরা ১০ শুভেচ্ছা বার্তার হদিশ

Published : Aug 02, 2025, 05:03 PM IST

বন্ধুত্ব হলো নিঃশর্ত ভালোবাসা, পাশে থাকা এবং আবেগের সম্পর্ক। এই বন্ধুত্ব দিবসে, আপনার প্রিয় বন্ধুদের সাথে এই অমূল্য সম্পর্কের মূল্য উপলব্ধি করুন। জীবনের সকল কঠিন পথ বন্ধুদের পাশে থাকলে সহজ হয়ে যায়।

PREV
15

বন্ধু হল সে যে তোমার না কিছু প্রকাশ না করাতেই তোমার মনের কথা বুঝে যায়। Happy Friendship Day।

কোনও দাবি না করেই তোমার পাশে দারিয়ে থাকে, সেই হল আসল বন্ধু। শুভ বন্ধুত্ব দিবস।

বন্ধু মানে হাসি-কান্না, হাসি-ঠাট্টা, জয়-পরাজয়, বন্ধু মানে জল ফেলার নীরব আশ্রয়। Happy Friendship Day।

25

একটি ভালো বই ১০ জন বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটা সম্পূর্ণ লাইব্রেরির সমান। Happy Friendship Day।

ভালোবাসা, হাসি এবং বন্ধুত্বে ভরা একটি দিন কামনা করছি। Happy Friendship Day।

বন্ধুত্ব শুধু একটা শব্দ বা সম্পর্ক নয়, এটি একটা আবেগ। নীরবে থাকা প্রতিশ্রুতি। আমি ছিলাম, আছি, থাকব তোমার পাশে।

35

যে ব্যক্তি সর্বদা যে কোনও পরিস্থিতিতে আমার পাশে থাকে, তাকে এই দিনে জানাই শুভেচ্ছা। Happy Friendship Day।

কোনও দাবি না করেই তোমার পাছে দারিয়ে থাকে, সেই হল আসল বন্ধু। Happy Friendship Day।

বন্ধুরা পাশে থাকলে জীবনের সকল কঠিন পথ পার হওয়া সম্ভব। Happy Friendship Day।

45

বন্ধু হল আয়না এবং ছায়ার মতো। কারণ আয়না কখনোই ভুল বলে না এবং ছায়া কখনও সঙ্গ ছাড়ে না। Happy Friendship Day।

জীবনের পাতে সবচেয়ে জরুরি উপাদান হল বন্ধুত্ব, যার সঙ্গে এক পাতে খাবার ভাগ করে খাওয়া যায়। Happy Friendship Day।

কোনও দাবি নেই, লেনদেন নয়, চাওয়া পাওয়া নয়। বন্ধুত্ব এমন এক সম্পর্ক যা অন্তত দুজন একসঙ্গে থাকলেই আর কিছু লাগে না। Happy Friendship Day।

55

বন্ধুত্ব দীর্ঘজীবী হোক! হ্যাপি ফ্রেন্ডশিপ ডে ২০২৫।

সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ আমার প্রিয় বন্ধু। Happy Friendship Day।

যতই দূরে থাকি না, আমাদের বন্ধুত্ব আজীবনের। Happy Friendship Day।

Read more Photos on
click me!

Recommended Stories