বর্ষায় ভিজা জামাকাপড়ে দুর্গন্ধ! মেনে চলুন এই টিপস, মিলবে মুশকিল আসান

Published : Jul 30, 2025, 04:19 PM IST

Monsoon Cloth Dry Tips: বর্ষাকাল মানেই স্যাঁতসেতে ওয়েদার। আর বর্ষাকালে সবথেকে বড় সমস্যা হল ভিজা জামাকাপড় শুকানো নিয়ে। কীভাবে বর্ষাকালে জামাকাপড় শুকনো  এবং বাজে গন্ধমুক্ত রাখবেন? রইল টিপস। দেখুন ফটো গ্যালারিতে… 

PREV
15
বর্ষাকালে জামাকাপড়ে দুর্গন্ধ

বর্ষাকালে জামাকাপড় না শুকালে ঠিকমত তা থেকে দুর্গন্ধ আসার প্রধান কারণ হলো ভালোভাবে না শুকানো এবং আর্দ্রতা। এছাড়াও, কিছু ক্ষেত্রে ছত্রাক জন্মাতে পারে, যা থেকে এই গন্ধ আসে। আর এই দুর্গন্ধযুক্ত জামা পরলে স্বাভাবিক ভাবেই অস্বস্তি হবে। কীভাবে এই সমস্যার সমাধান করবেন? রইল বিশদ টিপস। 

25
জামাকাপড় শুকানোর ব্যবস্থা করুন

বৃষ্টিতে ভিজলে জামাকাপড় যত দ্রুত সম্ভব ভালোভাবে শুকিয়ে নিন। সম্ভব হলে সরাসরি সূর্যের আলোতে শুকান। যদি রোদ না থাকে, তাহলে ঘরের মধ্যে পাখা চালিয়ে বা ভালোভাবে বাতাস চলাচল করে এমন জায়গায় শুকাতে দিন।

35
ভিনেগার জলে পরিস্কার করুন জামাকাপড়

এছাড়াও বর্ষাকালে জামাকাপড় থেকে খারাপ ভ্যাপসা গন্ধ দূর করতে হলে এক ভাগ সাদা ভিনেগার এবং দুই ভাগ জলের মিশ্রণে কাপড় ভিজিয়ে রাখুন কিছুক্ষণ, তারপর ধুয়ে নিন। এবার ভালো ভাবে শুকিয়ে নিলেই মিলবে সমস্যার সমাধান। 

45
বেকিং সোডা লেবু মিশিয়ে জামাকাপড় কাঁচুন

এছাড়াও কাপড় ধোয়ার সময় ডিটারজেন্টের সঙ্গে বেকিং সোডা মেশালে দুর্গন্ধ দূর হয়। শুধু তাই নয়, ডিটারজেন্টের সঙ্গে লেবুর রস মিশিয়ে কাপড় কাচলে দুর্গন্ধ দূর হয়। বর্ষাকালে ভিজা কাপড়ে যদি দুর্গন্ধ হয় তাহলে আপনিও চেষ্টা করে দেখতে পারেন এই পদ্ধতি। 

55
সুগন্ধি ব্যবহার করুন

জামাকাপড় আলমারিতে রাখার আগে সুগন্ধি ক্যাপসুল বা স্প্রে ব্যবহার করতে পারেন। এছাডা়ও জামাকাপড় এমন জায়গায় শুকাতে দিন যেখানে বাতাস চলাচল করে। বাতাস ঠিকমত চলাচল করলে জামাকাপড় দ্রুত শুকবে এবং বাজে গন্ধও হবে না। 

Read more Photos on
click me!

Recommended Stories