অমর একুশে জানান শুভেচ্ছা, রইল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সেরা ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ

Published : Feb 21, 2025, 10:45 AM IST

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, আমরা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করি এবং মাতৃভাষার গুরুত্ব উপলব্ধি করি। এই দিনটি আমাদের ঐক্য, সংহতি এবং ভাষাগত বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার সুযোগ করে দেয়। 

PREV
110

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাই সকলকে।

210

আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। আমি কি ভুলতে পারি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জানাই শুভেচ্ছা।

310

এসো প্রাণের ভাষায় কথা বলি প্রাণ খুলে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জানাই শুভেচ্ছা।

410

রক্তে লেখা একটি দিন। নাম তার ২১শে ফেব্রুয়ারি। এই বিশেষ দিনে জানাই শুভেচ্ছা। শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

510

আমাদের ভাষা আমাদের অহংকার। ভাষা বৈচিত্র্য বিশ্বের সম্পদ। শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

610

বাংলা ভাষা আমাদের গর্ব। এই বিশেষ দিনে জানাই শুভেচ্ছা। শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

710

ছেলে হারা শত মায়ের অশ্রু দিয়ে গড়া ২১শে ফেব্রুয়ারি। এই দিলে জানাই সেই সকল মা-কে জানানই শ্রদ্ধা। শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

810

২১ ফেব্রুয়ারি শুধু মাতৃভাষা দিবস নয়, আমাদের সকলের জন্য ঐক্য ও সংহতির দিন। শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

910

মাতৃভাষা যেন মাতৃদুগ্ধ। এমন দিন বার বার আসুক ফিরে। শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

1010

সব ভোলা যায়, কিন্তু মায়ের ভাষা ভোলা যায় না। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জানাই শুভেচ্ছা।

click me!

Recommended Stories