আগেকার দিনে ভাত বেঁচে গেলে পরদিন ভাতের মাড় খাওয়া হত। আজকাল অনেকে একবেলা ভাত রান্না করে বাকি বেলা টিফিন খান। তবে ভাতের মাড়ের গুণ এখনও অস্বীকার করা যায় না। চাল ধোয়ার পানি বা ভাতের মাড় ত্বকের জন্য খুবই উপকারী। এটি ত্বকের যত্নে সাহায্য করে। চাল ধোয়ার পানিতে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই এটি শুধু ত্বক নয়, সারা শরীরের যত্ন নিতে সাহায্য করে। এটি ত্বকে কিভাবে ব্যবহার করবেন, এর অন্যান্য উপকারিতা কি তা এখানে দেখুন।