মহালয়ার শুভক্ষণে সকলকে জানান শুভেচ্ছা, রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ

রাত পোহালেই মহালয়া। এবছর ১৪ অক্টোবর পড়েছে মহালয়া। এই শুভ দিনে সকলকে জানান শুভেচ্ছা। রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ। দেখে নিন পরিবার ও বন্ধুদের কেমন বার্তা পাঠাবেন।

Sayanita Chakraborty | Published : Oct 13, 2023 2:00 PM IST
110

মহীষাসুরমর্দ্দিনী মা দুর্গার আগমন বার্তা ধ্বনিত হচ্ছে দিকে দিকে। মৃণ্ময়ী মাগো, তুমি চিণ্ময়ী রূপে জাগো। শুভ মহালয়া। - এই দিন সকল পরিচিত ব্যক্তিকে পাঠান শুভেচ্ছা। আপনার পাঠানো বার্তায় থাকুক সকলের জন্য শুভ কামনা।

210

আশ্বিনের শারদ প্রাতে, বেজে উঠেছে আলোক মঞ্জরী। শুভ মহালয়া। - অবসান ঘটতে চলেছে দীর্ঘ ১ বছরের প্রতীক্ষার। মর্ত্যে আসছেন দেবী। মহালয়ার শুভ তিথিতে সকলকে জানান শুভেচ্ছা।

310

মহালয়ার এই শুভ মুহূর্তে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। কামনা করি মায়ের আশীর্বাদে সবার জীবন আনন্দে ভরে উঠুক। শুভ মহালয়া। - পাঠাতে পারেন এমন বার্তা।

410

অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির জয়ের বিশ্বাস

আলো হয়ে আসুক মহালয়া। - এমন বার্তা পাঠান সকলকে। দেবী দুর্গা যেন সকলের জীবনে সুখ বয়ে আনুক, এই প্রার্থনাই করুন।

510

সুস্থতার আলোয় ফিরুক প্রতিটি জীবন। এই প্রার্থনায় সকলের দিন শুরু হোক। শুভ মহালয়া। - সহকর্মী, আত্মীয় স্বজন সকলকে পাঠান এই বার্তা। আপনার পাঠানো এই বার্তা মন কাড়বে সকলের।

610

মায়ের আশীর্বাদে পৃথিবী থেকে দূরীভূত হোক সকল দুঃখ-কষ্ঠ, ব্যথা-বেদনা, পাপ-অন্যায়। মহালয়ার পূণ্য পাবনে সকলকে জানাই শুভেচ্ছা। - দেবী দুর্গা যেন সকলের জীবনে সুখ বয়ে আনুক, এই প্রার্থনাই করুন। আপনার পাঠান এই বার্তা সকলের মনে আনন্দ নিয়ে আসবে।

710

পিতৃপক্ষ শেষ হয়ে শুরু হল মাতৃপক্ষ। মা দুর্গা যেন তোমায় সমস্ত বিপদ থেকে দূরে রাখে। শুভ মহালয়া। - শাস্ত্র মতে, মহালয়া দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই শুভ তিথিতে সকলকে জানা শুভেচ্ছা।

810

নীল আকাশে, কাশের রঙে মাতল উঠে মন। ঢাকের কাঠি বলছে ডেকে মায়ের আগমন। শুভ মহালয়া। - মহালয়ার শুভ তিথিতে পাঠাতে পারেন এমন বার্তা। সহকর্মী, আত্মীয় স্বজন সকলকে পাঠান এই বার্তা।

910

আর সাত দিন পরে মা আসছে ঘরে ঘরে। শুভ মহালয়া। -মহালয়া মানে দুর্গোৎসবের সূচনা। এই শুভ দিনে সকলকে জানান শুভেচ্ছা। আপনার পাঠানো বার্তা নজর কাড়ুক সকলের।

1010

দেবী দুর্গা আপনার জীবনের সমস্ত দুঃখ-কষ্ট দূর করে জীবনে আনুন আনন্দ। শুভ মহালয়া। - দুর্গাপুজো যেন সকেল জীবনে সুখ নিয়ে আসে সেই প্রার্থনাই করুন।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos