রাত পোহালেই মহালয়া। এবছর ১৪ অক্টোবর পড়েছে মহালয়া। এই শুভ দিনে সকলকে জানান শুভেচ্ছা। রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ। দেখে নিন পরিবার ও বন্ধুদের কেমন বার্তা পাঠাবেন।
মহীষাসুরমর্দ্দিনী মা দুর্গার আগমন বার্তা ধ্বনিত হচ্ছে দিকে দিকে। মৃণ্ময়ী মাগো, তুমি চিণ্ময়ী রূপে জাগো। শুভ মহালয়া। - এই দিন সকল পরিচিত ব্যক্তিকে পাঠান শুভেচ্ছা। আপনার পাঠানো বার্তায় থাকুক সকলের জন্য শুভ কামনা।
210
আশ্বিনের শারদ প্রাতে, বেজে উঠেছে আলোক মঞ্জরী। শুভ মহালয়া। - অবসান ঘটতে চলেছে দীর্ঘ ১ বছরের প্রতীক্ষার। মর্ত্যে আসছেন দেবী। মহালয়ার শুভ তিথিতে সকলকে জানান শুভেচ্ছা।
310
মহালয়ার এই শুভ মুহূর্তে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। কামনা করি মায়ের আশীর্বাদে সবার জীবন আনন্দে ভরে উঠুক। শুভ মহালয়া। - পাঠাতে পারেন এমন বার্তা।
410
অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির জয়ের বিশ্বাস
আলো হয়ে আসুক মহালয়া। - এমন বার্তা পাঠান সকলকে। দেবী দুর্গা যেন সকলের জীবনে সুখ বয়ে আনুক, এই প্রার্থনাই করুন।
510
সুস্থতার আলোয় ফিরুক প্রতিটি জীবন। এই প্রার্থনায় সকলের দিন শুরু হোক। শুভ মহালয়া। - সহকর্মী, আত্মীয় স্বজন সকলকে পাঠান এই বার্তা। আপনার পাঠানো এই বার্তা মন কাড়বে সকলের।
610
মায়ের আশীর্বাদে পৃথিবী থেকে দূরীভূত হোক সকল দুঃখ-কষ্ঠ, ব্যথা-বেদনা, পাপ-অন্যায়। মহালয়ার পূণ্য পাবনে সকলকে জানাই শুভেচ্ছা। - দেবী দুর্গা যেন সকলের জীবনে সুখ বয়ে আনুক, এই প্রার্থনাই করুন। আপনার পাঠান এই বার্তা সকলের মনে আনন্দ নিয়ে আসবে।
710
পিতৃপক্ষ শেষ হয়ে শুরু হল মাতৃপক্ষ। মা দুর্গা যেন তোমায় সমস্ত বিপদ থেকে দূরে রাখে। শুভ মহালয়া। - শাস্ত্র মতে, মহালয়া দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই শুভ তিথিতে সকলকে জানা শুভেচ্ছা।