তদুপরি, আপনি যদি কখনও সকালে ঘুম থেকে উঠে আপনার ত্বকে চুলকানি বা আপনার কাঁধে লাল দাগ দেখতে পান, তাহলে এর প্রধান কারণ বিছানার পোকা। তাই বিছানার পোকার ব্যাপারে সতর্ক থাকুন। সাধারণত বিছানার পোকা দূর করা খুব সহজ কাজ নয়, তাই বেশিরভাগ মানুষই সেগুলো দূর করতে রাসায়নিক পদার্থ ব্যবহার করে। কিন্তু, এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষ করে বাচ্চা, পোষা প্রাণী থাকা বাড়িতে রাসায়নিক পদার্থ ব্যবহার করা ভালো নয়। এই পরিস্থিতিতে বিছানায় থাকা পোকামাকড়কে কোনও রাসায়নিক ছাড়াই, প্রাকৃতিক উপায়ে স্থায়ীভাবে দূর করার উপায় এই পোস্টে দেখে নিন।