তাহলে, ধনেপাতা চুলে লাগালে কী কী উপকার পাওয়া যায় দেখে নেওয়া যাক…
১. খুশকির সমাধান…
সাধারণত প্রত্যেকেই যে সমস্যার সম্মুখীন হন তার মধ্যে খুশকি অন্যতম। খুশকি হলে চুল অনেক দুর্বল হয়ে যায়। অনেক অস্বস্তিকরও লাগে। ধনেপাতা চুলের খুশকি দূর করতে, এর অ্যান্টি-ফাঙ্গাল গুণাবলীর জন্য খুশকি কমাতে সাহায্য করে। এর উপকারিতা পেতে, কয়েকটি ধনেপাতা মিক্সারে বেটে পেস্ট করে মাথায় লাগান। আধঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার খুশকি, চুলকানি উল্লেখযোগ্যভাবে কমাতে সাহায্য করে।