নতুন বছরে আমরা সবাই পা রাখতে চলেছি। নতুন বছরকে জাঁকজমকভাবে স্বাগত জানাতে অনেকেই আগ্রহী। এই উত্তেজনা কেবল নববর্ষেই নয়, ৩১শে ডিসেম্বর রাত থেকেই শুরু হয়। বন্ধুবান্ধব, পরিবারের সাথে পার্টি করেন অনেকেই। এই পার্টিতে আমরা যা ইচ্ছা তাই খাই, পান করি। পার্টির পরে ... আমরা অনেকেই বেশি খেয়ে ফেলেছি বলে মনে করি। তাই ... পার্টির পরে অবশ্যই ডিটক্স ফুড খাওয়া উচিত। আর ... সেগুলি কী কী দেখে নেওয়া যাক ...