বর্ষাকাল শুরু হয়ে গেছে। আবহাওয়া ঠান্ডা হওয়া সবাই উপভোগ করেন। কিন্তু, এই মরশুমে মশার উপদ্রব সবাইকে হয়রান করে। সন্ধ্যা হলেই ঘরে মশা ঢুকে পড়ে। মশার কামড়ে স্বাস্থ্যের ক্ষতির কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ডেঙ্গু, ম্যালেরিয়া সবই এই মশার কারণেই হয়। মশা তাড়ানোর জন্য অনেকেই নানা চেষ্টা করেন। বাজারে পাওয়া নানা ধরনের কয়েল, তেল ব্যবহার করেন। এসবের প্রয়োজন নেই, শুধু আপনার ছোট্ট বাগানে কিছু গাছ লাগালেই হবে। কিছু গাছের গন্ধে মশা ঘরে ঢুকতে পারে না। চলুন জেনে নেওয়া যাক, বাড়িতে কোন কোন গাছ লাগালে মশা দূরে থাকবে...