এই ৬টি গাছ বাড়িতে লাগিয়ে দেখুন, হবে ম্যাজিক! বাড়িতে ঢুকবে না একটাও মশা!

Published : Jun 09, 2025, 08:17 PM IST

সন্ধ্যা হলেই ঘরে মশা ঢুকে পড়ে। মশার কামড়ে স্বাস্থ্যের ক্ষতির কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ডেঙ্গু, ম্যালেরিয়া সবই এই মশার কারণেই হয়।

PREV
15
মশা তাড়ানোর গাছ

বর্ষাকাল শুরু হয়ে গেছে। আবহাওয়া ঠান্ডা হওয়া সবাই উপভোগ করেন। কিন্তু, এই মরশুমে মশার উপদ্রব সবাইকে হয়রান করে। সন্ধ্যা হলেই ঘরে মশা ঢুকে পড়ে। মশার কামড়ে স্বাস্থ্যের ক্ষতির কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ডেঙ্গু, ম্যালেরিয়া সবই এই মশার কারণেই হয়। মশা তাড়ানোর জন্য অনেকেই নানা চেষ্টা করেন। বাজারে পাওয়া নানা ধরনের কয়েল, তেল ব্যবহার করেন। এসবের প্রয়োজন নেই, শুধু আপনার ছোট্ট বাগানে কিছু গাছ লাগালেই হবে। কিছু গাছের গন্ধে মশা ঘরে ঢুকতে পারে না। চলুন জেনে নেওয়া যাক, বাড়িতে কোন কোন গাছ লাগালে মশা দূরে থাকবে...

25
পুদিনা

পুদিনা প্রায় সবাই রান্নায় ব্যবহার করেন। অনেকেই বাগানে পুদিনা গাছ লাগান। পুদিনার গন্ধ মশার পছন্দ নয়। তাই এই গাছ লাগালে মশা আসবে না। রান্নাঘর, ঘর পুদিনা তেলে মুছলেও মশা আসে না।

35
হিং

হিঙের গন্ধ মশার পছন্দ নয়। এই গাছ রোদ পড়ে এমন জায়গায় লাগাতে হয়। জানালার কাছে, বারান্দায় এই গাছ সহজেই লাগানো যায়। বাড়ির আশেপাশে এই গাছ লাগালে মশা আসবে না।

রোজমেরি

মশা তাড়াতে রোজমেরি গাছ খুবই ভালো। এই গাছে রোদ, পানি এবং ভালো মাটি প্রয়োজন। নিয়মিত পানি দিতে হবে। একটু পরিশ্রম করে এই গাছ লাগালে মশা ঘরে ঢুকতে পারবে না।

45
ইউক্যালিপটাস

ইউক্যালিপটাস গাছ ঘরেও লাগানো যায়। বারান্দায় অথবা রোদ পড়ে এমন জায়গায় লাগানো যায়। এর গন্ধ মশার পছন্দ নয়। এই তেল ঘর মোছার জন্য ব্যবহার করলেও মশা আসবে না।

চন্দ্রমল্লিকা

সুন্দর চন্দ্রমল্লিকা ফুলের গন্ধ মশার পছন্দ নয়। তাই চন্দ্রমল্লিকা গাছ ঘরে থাকলে মশা বা অন্যান্য পোকামাকড় আসবে না।

55
ভৃঙ্গরাজ গাছ

চুলের বৃদ্ধিতে উপকারী ভৃঙ্গরাজ গাছ। মশা তাড়াতেও এই গাছ ভালো কাজ করে। গ্লাস অথবা জারে এই গাছ লাগানো যায়।

Read more Photos on
click me!

Recommended Stories