সকালে নিয়মিত গাজরের রস পান করলে ঠিক কী হয় জানেন? এই পানীয়ের রয়েছে মুগ্ধ হওয়ার মতো গুণ

সকালে নিয়মিত গাজরের রস পান করলে ঠিক কী হয় জানেন? এই পানীয়ের রয়েছে মুগ্ধ হওয়ার মতো গুণ

Anulekha Kar | Published : Oct 6, 2024 5:32 PM IST

ভিটামিন এ, সি, কে, বি 6, বায়োটিন, পটাশিয়াম, ফাইবার সহ অসংখ্য পুষ্টি উপাদান রয়েছে গাজরে। গাজরে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। তাই নিয়মিত সকালে গাজরের রস পান করলে শরীরের অনেক উপকার পাওয়া যায়। 

ক্যালোরিতে খুবই কম গাজর। এছাড়াও এর গ্লাইসেমিক ইনডেক্সও কম। তাই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সকালে গাজরের রস পান করতে পারেন। ফাইবার সমৃদ্ধ গাজরের রস সকালে পান করলে হজমে উন্নতি হয় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে। ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ গাজরের রস চোখের স্বাস্থ্যের জন্যও উপকারী। 

Latest Videos

বিটা ক্যারোটিন সমৃদ্ধ গাজরের রস পান করা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। পটাশিয়াম সমৃদ্ধ গাজর রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। ক্যালোরিতে কম গাজরের রস পান করলে ক্ষুধা কমাতে এবং ওজন কমাতে সাহায্য করে। ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গাজরের রস পান করলে ত্বকের স্বাস্থ্যের জন্যও উপকারী।

 

Share this article
click me!

Latest Videos

পুজোর মুখে বিপর্যয়! কশতলায় নদী বাঁধ ভাঙায় চাষ জমি তলিয়ে যাওয়ার ভয়! আতঙ্কে গ্রামবাসীরা! | Gangasagar
কুলতলীর ঘটনার প্রকাশ্যে আসার দিনেই পুজো উদ্বোধনে নাচ Mamata-র, তীব্র সমালোচনা বিরোধীদের
Jaynagar Update : 'কিছুই লুকোনোর নেই...'কেন বার বার বললেন পুলিশ সুপার! দেখুন | Bangla News
‘পুলিশ কোনো কিছুরই দায়িত্ব নেয়নি’ পুলিশের দিকে সরাসরি তোপ দাগলেন ছাত্রীর কোচিং সেন্টারের শিক্ষিকা
'নাম কি?....', জয়নগরে ধৃত শয়তানটার নামেই যত রহস্য! দেখুন | Jaynagar News | Bangla News