আসছে ভয়ঙ্কর বিপর্যয়! 'এই বছর থেকেই পৃথিবী ধ্বংসের শুরু' হুবহু মিলে যাচ্ছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী?

Published : Sep 14, 2024, 11:34 AM IST
baba vanga prediction for 2022 drought tsunami alien attack

সংক্ষিপ্ত

আসছে ভয়ঙ্কর বিপর্যয়! 'এই বছর থেকেই পৃথিবী ধ্বংসের শুরু' হুবহু মিলে যাচ্ছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী?

২০২৫ সাল থেকেই পৃথিবার ধ্বংসের সূচনা হতে পারে। তবে পুরোপুরি মানবতার অবসান হবে ৫০৭৯ সালে। তবে এই ধ্বংসের শুরু হবে ২০২৪ সাল থেকে। এই ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী অনেক আগেই করে গিয়েছেন বাবা ভাঙ্গা।

ঠিক কী বলেছিলেন ভাঙ্গা?

এই বুলগেরিয়ান জ্যোতিষি বলেছিলেন, ২০২৫ সালে বিশ্বে ধ্বংসের সূচনা হবে। তবে পুরোপুরি মানবতার অবসান হবে ৫০৭৯ সালে। এই ধ্বংসের সূচনা হবে ২০২৪ সাল থেকেই।

বাবা ভাঙ্গা বলেছিলেন ২০২৫ সালে ইউরোপে একটা বড় সংঘাত হবে যা ব্যাপক ক্ষয়ক্ষতি করবে এবং এই মাহাদেশের মানুষেরে বড় বিপদে পড়বেন। এরপর ২০৩৩ সালে জলবায়ু পরিবর্তনের গুরতর পরিণতির ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।

এ ছাড়াও তিনি জানিয়েছিলেন বরফ গলে যাওয়ার ফলে সমুদ্রের জলস্তর বেড়ে যাবে। এরপর ২০৩৩ সালে মারাত্মক ভাবে পরিবর্তন হবে জলবায়ু। পৃথিবীতে মানুষের বেঁচে যাকা মুশকিল হয়ে যাবে।

২১৭০ সাল নাগাদ মারাত্মক খরা দেখা দেবে সারা পৃথিবীতে। ২০৭৬ সাল নাগাদ সারা পৃথিবীতে সাম্যবাদ স্থায়ী ভাবে বিস্তৃত হবে এবং মানুষ এলিয়েনদের সঙ্গে যোগাযোগ করবে।

৩০০৫ সালে যুদ্ধ শুরু হবে পৃথিবী ও মঙ্গোলের মধ্যে। ৩৭৯৭ সালের মধ্যে পৃথিবীতে থাকা অসম্ভব হয়ে যাবে। পৃথিবী ছেড়ে অন্য কোথাও আশরয় নিতে হবে মানুষকে। অবশেষে ৫০৭৯ সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে।

PREV
click me!

Recommended Stories

২০২৬ সালে বড় পরবর্তন হবে গোটা বিশ্বে! বহু আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা
শীতকালে ডেইজি ফুল দিয়ে বাগান ভরিয়ে তুলবেন কিভাবে রইলো কিছু কৌশল