সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা।
এই অক্ষয় তৃতীয়ায় আপনার পরিবারে ভরে থাকুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। শুভ অক্ষয় তৃতীয়া।
এই শুভ তিথিতে আপনার ঘরে আসুক মা লক্ষ্মী। মায়ের আশীর্বাদ থাকুক আপনার মাথায়।
আপনার ধন সম্পদ, সুখ শান্তি অক্ষয় হোক। অক্ষয় তৃতীয়ায় জানাই শুভেচ্ছা।
আপনার ওপর অর্থের বর্ষণ হোক সর্বদা। অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে এই কামনা করি। শুভ অক্ষয় তৃতীয়া।
অক্ষয় তৃতীয়ায় পূরণ হোক আপনার মনের সকল আশা। দিন হোত শুভ।
এই অক্ষয় তৃতীয়ায় তোমার জীবন ভরে উঠুক সুখ ও সমৃদ্ধিতে। দূর হোক সকল জটিলতা।
অক্ষয় তৃতীয়ার শুভ উৎসব আপনার জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধি বয়ে আনুক। অক্ষয় তৃতীয়া।
আপনাকে শুভ আজকের জন্য নয়, সারা জীবনের জন্য আমার শুভেচ্ছা পাঠাচ্ছি। শুভ অক্ষয় তৃতীয়া।
মা লক্ষ্মীর কৃপা তোমার ও তোমার পরিবারের ওপর সর্বদা থাকুক, পূরণ হোক মনের সকল চাওয়া পাওয়া। শুভ অক্ষয় তৃতীয়া।
পৃথিবী থেকে দূরীভূত হোক সব দুঃখ-কষ্ট, বাধা ও বিপত্তি। অক্ষয় তৃতীয়া।
মা লক্ষ্মীর কৃপা আপনার প্রতি সর্বদা থাকুক এই কামনা করি। অক্ষয় তৃতীয়া।
এই অক্ষয় তৃতীয়ায় ভগবান বিষ্ণু ও দেব লক্ষ্মীর স্বর্গীয় শক্তি আপনাকে তাদের আশীর্বাগ দান করুক।
ধনলক্ষ্মীর কৃপায় ঘুচে যাক দুঃখ ও অশান্তি। দিন হোক শুভ। অক্ষয় তৃতীয়া।
আজ এই শুভ দিনে আপনার সকল স্বপ্ন পূরণ হোক। শুভ অক্ষয় তৃতীয়া।
Sayanita Chakraborty