Akshaya Tritiya 2025: অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে সকলকে জানান শুভেচ্ছা, রইল সেরা শুভেচ্ছা বার্তার হদিশ

Published : Apr 30, 2025, 09:23 AM ISTUpdated : Apr 30, 2025, 10:52 AM IST

Akshaya Tritiya 2025: অক্ষয় তৃতীয়ায় সুখ, শান্তি, সমৃদ্ধি ও মা লক্ষ্মীর আশীর্বাদের কামনা। ধন, সম্পদ, সুখ, শান্তি অক্ষয় হোক এবং সকল আশা পূর্ণ হোক।

PREV
115

সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা।

215

এই অক্ষয় তৃতীয়ায় আপনার পরিবারে ভরে থাকুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। শুভ অক্ষয় তৃতীয়া।

315

এই শুভ তিথিতে আপনার ঘরে আসুক মা লক্ষ্মী। মায়ের আশীর্বাদ থাকুক আপনার মাথায়।

415

আপনার ধন সম্পদ, সুখ শান্তি অক্ষয় হোক। অক্ষয় তৃতীয়ায় জানাই শুভেচ্ছা।

515

আপনার ওপর অর্থের বর্ষণ হোক সর্বদা। অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে এই কামনা করি। শুভ অক্ষয় তৃতীয়া।

615

অক্ষয় তৃতীয়ায় পূরণ হোক আপনার মনের সকল আশা। দিন হোত শুভ।

715

এই অক্ষয় তৃতীয়ায় তোমার জীবন ভরে উঠুক সুখ ও সমৃদ্ধিতে। দূর হোক সকল জটিলতা।

815

অক্ষয় তৃতীয়ার শুভ উৎসব আপনার জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধি বয়ে আনুক। অক্ষয় তৃতীয়া।

915

আপনাকে শুভ আজকের জন্য নয়, সারা জীবনের জন্য আমার শুভেচ্ছা পাঠাচ্ছি। শুভ অক্ষয় তৃতীয়া।

1015

মা লক্ষ্মীর কৃপা তোমার ও তোমার পরিবারের ওপর সর্বদা থাকুক, পূরণ হোক মনের সকল চাওয়া পাওয়া। শুভ অক্ষয় তৃতীয়া।

1115

পৃথিবী থেকে দূরীভূত হোক সব দুঃখ-কষ্ট, বাধা ও বিপত্তি। অক্ষয় তৃতীয়া।

1215

মা লক্ষ্মীর কৃপা আপনার প্রতি সর্বদা থাকুক এই কামনা করি। অক্ষয় তৃতীয়া।

1315

এই অক্ষয় তৃতীয়ায় ভগবান বিষ্ণু ও দেব লক্ষ্মীর স্বর্গীয় শক্তি আপনাকে তাদের আশীর্বাগ দান করুক।

1415

ধনলক্ষ্মীর কৃপায় ঘুচে যাক দুঃখ ও অশান্তি। দিন হোক শুভ। অক্ষয় তৃতীয়া।

1515

আজ এই শুভ দিনে আপনার সকল স্বপ্ন পূরণ হোক। শুভ অক্ষয় তৃতীয়া।

Read more Photos on
click me!

Recommended Stories