Garden Tips: গোলাপ নয়, বাগানের শোভা বাড়াতে আনুন এই তিনটি নতুন প্রজাতির ফুল

Published : Jun 26, 2025, 10:57 PM ISTUpdated : Jun 26, 2025, 10:58 PM IST
rose flower vastu upay for love and success

সংক্ষিপ্ত

কত আর গোলাপ গাছ লাগাবেন! গোলাপের মতো সুন্দর আরো অনেক গাছ আছে যা গোলাপের মতোই নজর কাড়বে আপনার বাগানের।

গোলাপের সৌন্দর্যে সাজানো বাগান কার না ভালো লাগে? তবে শুধু গোলাপেই সীমাবদ্ধ কেন? বাগান সাজান রঙিন ভিন্ন প্রজাতির ফুলে। যেগুলির রং, গন্ধ, গঠন গোলাপের মতোই মন কাড়ে। তাই যারা বাগানে ভিন্ন স্বাদের সৌন্দর্য আনতে চান, অথচ গোলাপের রূপ মিস করতে চান না—তাদের জন্য রইল এমন কিছু গোলাপ-সদৃশ ফুলের পরিচয়, যা শীতকালীন আবহাওয়ায় চমৎকার ফুটে ওঠে এবং বাগানকে করে তোলে মোহময়।

১। রানুকুলাস

রূপে গোলাপের মতোই, যেন প্রকৃতি একই ছাঁচে বানিয়ে দিয়েছে। গোলাপি, লাল, হলুদ, সাদা, কমলা ভিন্ন রঙের তবে ঠিক গোলাপের পাঁপড়ির মতোই গঠন। শীতের মরশুমে আপনার বাগান জুড়ে বাড়তে থাকবে রানুকুলাস।

কীভাবে যত্ন নেবেন?

এই ফুলগাছের জন্য ঘণ্টা ছয়েকের সূর্যালোক দরকার। মাটি আর্দ্র থাকতে হবে, তবে জল জমলে বিপত্তি। গাছ বেড়ে ওঠার সময়ে তরল জৈব সার প্রয়োগ করতে পারেন। বেশি ফুল পেতে নিয়ম করে গাছের শুকনো প্রশাখা এবং ফুল ছেঁটে দেওয়া দরকার।

২। পিওনি

রঙ ও গড়নে গোলাপের প্রতিদ্বন্দ্বী বলতেই পারেন। অসংখ্য পাপড়িযুক্ত, গোলাপের থেকে একটু বড় এই ফুল। হালকা থেকে গাঢ় গোলাপি, সাদা, মেরুন - এতো সব রঙে আপনার শীতকালীন বাগান হোক বা ছাদ, এর সৌন্দর্য তাক লাগবেই।

কীভাবে যত্ন নেবেন?

পর্যাপ্ত সূর্যালোক দরকার এই গাছের বেড়ে ওঠায়, তবে গরম এড়িয়ে চলতে হবে। টবে জল নিষ্কাশনের ভালো ব্যবস্থা থাকতে হবে, জল জমলে নষ্ট হয়ে যেতে পারে গাছ। মাটির উপরিভাগ শুকিয়ে গেলে তবেই জল দিন। জৈব ও কম্পোস্ট সার প্রয়োগ করলে ফুল ও পাতা তর তর করে বৃদ্ধি পাবে।

৩। ক্যামেলিয়া

গোলাপের মতোই সাদা, হালকা গোলাপি, গাঢ় গোলাপি রঙেরও হয় ক্যামেলিয়া। স্তরবদ্ধ পাপড়ি ও গোলাপের মতো চওড়া, ছড়ানো গরনের ফুল আপনার শীত কালীন বাগানে অন্যান্য গাছের মাঝে নজর করার মতো জ্বল জ্বল করবে। যত্ন কীভাবে নেবেন?

ঠান্ডা ও ছায়াযুক্ত পরিবেশে ভাল হয় ক্যামেলিয়া ফুল। সরাসরি রোদ ক্ষতিকর। অল্প অম্লধর্মী ও আর্দ্র মাটিতে নিয়মিত জৈব সার দিলে ফুলবৃদ্ধি হয়। জল দাঁড়িয়ে থাকলে গাছ নষ্ট হতে পারে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ঝাঁ চকচকে অফিসে বসেও কাজ করতে আপনার ইচ্ছা নেই? তাহলে হতে পারে এই কারণগুলি
মদ্যপানেই স্বস্তি ও ফুরফুরে মন, জবাব পাওয়া যেতে পারে মানুষের পূর্বপুরুষের অভ্যেস বিবেচনায়