প্রয়োজনীয় উপকরণ:
আমলকী গুঁড়ো - ২ চামচ
আদা কুচি - ১ চামচ
তুলসী পাতা - ২ টি
জল - ২ কাপ
প্রস্তুত প্রণালী:
প্রথমে একটি পাত্রে ২ কাপ জল দিয়ে গরম করুন। এরপর তাতে আদা কুচি, তুলসী পাতা এবং আমলকী গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। তারপর ছেঁকে নিয়ে সামান্য মধু ও এক চিমটি কালো গোলমরিচ মেশান। তাহলেই তৈরি আমলকী চা।
গুরুত্বপূর্ণ বিষয়: আমলকী চা ওজন কমাতে সাহায্য করলেও, আপনার যদি কোনো স্বাস্থ্য সমস্যা থাকে বা কোনো রোগের জন্য ওষুধ খেয়ে থাকেন, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়ার পরেই আমলকী চা পান করুন।