বাড়ির এই বৈদ্যুতিন যন্ত্র থেকেই কারেন্ট পুড়ছে হুড়মুড়িয়ে! বাতিল করলেই বিল কমে যাবে প্রায় অর্ধেক

বাড়ির এই বৈদ্যুতিন যন্ত্র থেকেই কারেন্ট পুড়ছে হুড়মুড়িয়ে! বাতিল করলেই বিল কমে যাবে প্রায় অর্ধেক

Anulekha Kar | Updated : Mar 21 2025, 09:14 PM IST
17

মাসে মাসে আসছে বড় অঙ্কের ইলেক্ট্রিক বিল? পকেটে টান পড়ছে বিল মেটাতে! এই বিলই একেবারে অর্ধেক হয়ে যেতে পারে নিমেষের মধ্যে।

27

বেশ কিছু কারণে বড় অঙ্কের ইলেক্ট্রিক বিল আসছে। বিলের পরিমাণ কমাতে মেনে নিতে হবে বেশ কিছু নিয়ম। জেনে নিন কেন এত বিল আসছে?

37

বাড়ির বেশকিছু বৈদ্যুতিক সরঞ্জাম থেকে ইলেক্ট্রিক বিল বেশি আসে। আসুন জেনে নিন কোন কোন বৈদ্যুতিন যন্ত্র বাদ দিতে হবে ইলেকট্রিক বিল কমাতে।

47

বাড়িতে উইন্ডো এসি থাকলে সব থেকে বেশি কারেন্ট পোড়ে। তাই এই এসি বদলে পুরানো ফাইভ স্টার স্প্লিট এসি বসানোর চেষ্টা করুন। এতে প্রচুর কারেন্ট পুড়বে।

57

এ ছাড়াও বাড়িতে গিজার থাকলে তাতে প্রচুর কারেন্ট পোড়ে তাই গিজারের পরিবর্তে হল্যান্ড গিজার ব্যবহার করতে পারেন।

67

রান্নাঘরে চিমনি থেকে প্রচুর হারে কারেন্ট পোড়ে। তাই চিমনি যত কম সম্ভব কমানোর চেষ্টা করুন।

77

পুরানো ফ্রিজ থাকলে আজই বাতিল করে নতুন ফ্রিজ কিনুন। পুরানো ফ্রিজে প্রচুর পরিমাণে কারেন্ট পুড়ে যায়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos