আপনিও হচ্ছেন না তো বেপরোয়া মোবাইল ইউজার? মোবাইল ফেটে দুর্ঘটনা এড়াতে সতর্ক থাকুন।

Published : Feb 17, 2025, 10:02 PM IST
Mobile Phone

সংক্ষিপ্ত

ইদানিং মোবাইল ফেটে দুর্ঘটনার কোপে অনেকেই পড়ছেন। কিভাবে সতর্ক থাকবেন, বিস্তারিত জানুন।

রাতে ঘুমোনোর সময় বালিশের পাশে রাখা মোবাইল ফেটে তরুণীর মৃত্যু। ব্রাজিলের এক শপিং মলে জিন্সের পেছন পকেটে রাখা মোবাইল ফেটে ভয়ানক দুর্ঘটনা। এরকম হামেশাই খবরের কাগজে বা সমাজ মাধ্যমে। আপনাদেড় ভয় দেখানোর জন্য নয়, খবরগুলো ভাইরাল হয় সকলকে সতর্ক করার জন্য। এখন সবার হাতে সারাক্ষণ ফোন থাকে। ফোন চার্জে বসিয়েও ফোন ব্যবহার, সারা রাত ফোনে গান চালিয়ে ঘুমোনো, জল আগুন রোদে অনেকক্ষণ ফোন রেখে দিয়ে খেয়াল করেন না অনেকে। তবে এই অভ্যাসগুলোই কাল হয়ে দাঁড়ায়। আজি সতর্ক হন।

যে কারণগুলোতে মোবাইল থেকে দুর্ঘটনার সম্ভাবনা থাকে :

মোবাইলের ভেতর থাকা হিলিয়ামের তৈরী ব্যাটারিতে কোনো সমস্যা থাকলেই বিস্ফোরণ হয়। তবে বর্তমানে এই ঘটনা বেশি হচ্ছে বেপরোয়া ব্যবহারের কারণে।

১. মোবাইল অতিরিক্ত পরিমাণে বা চার্জ দেওয়া, বার বার চার্জে দেওয়া বা চার্জ হয়ে যাওয়ার পরেও ফন চার্জে দিয়ে রাখলে ফোন গরম হয় বেশি, ব্যাটারি খারাপ হয় তাড়াতাড়ি। অথবা কেনার সময় যে চার্জারটি দেওয়া হয়, সেটি ছাড়া অন্য ব্র্যান্ডের চার্জার বা নিম্নমানের চার্জার ব্যবহার করলে ফোনের ভিতরের অংশ বা ব্যাটারি খারাপ হয়ে গিয়ে বিস্ফোরণ ঘটতে পারে।

২. ফোন কখনওই চাপা প্যান্টের পকেটে, বালিশের নীচে রাখবেন না। বা ফোনের মোটা কভার ব্যবহার করবেন না। ফোনের ব্যাটারি গরম হলে বিস্ফোরণের আশংকা বাড়ে।

৩. ফোনে চার্জ নেই বলে ঘণ্টার পর ঘণ্টা ফোন চার্জে বসিয়ে রেখে ফোন ব্যবহার, গেম খেলা বা ফোনে কথা বলা একেবারেই বন্ধ করে দিন। দীর্ঘক্ষণ ধরে ফোন চার্জে দিয়ে রাখলে ফোনের ভিতরে বিদ্যুৎ পরিবাহী সার্কিটগুলি নষ্ট হয়ে যেতে পারে। এর থেকেও দুর্ঘটনা ঘটার সম্ভবনা বাড়ে।

৪. অজানা কোনো অ্যাপ বা সফ্‌টঅয়্যার ফোনে ইনস্টল করার আগে যাচাই করে নিন। এমন ধরনের সফ্‌টঅয়্যার বা অ্যাপে অনেক সময়েই ম্যালঅয়্যার ঢোকানো থাকে, যা ফোনের ক্ষতি করে। আপনি হয়তো তা টেরও পাবেন না। তাই নিজের ফোন সম্পর্কে ভালো করে জানুন, শতর্কটার সাথে ব্যবহার করুন।

৫. ফোন হাত থেকে বার বার মাটিতে পরে গেলে সার্ভিস সেন্টারে দিন চেক করার জন্য। পড়ে গিয়ে মোবাইলের ভেতর কোনো শর্ট সার্কিট হয়ে থাকলে বা কোনো পার্টস খারাপ হয়ে থাকলে তা বিপদ ডেকে আনতে পারে। জলে পড়ে যাওয়া, খুব বেশিক্ষণ ধরে রোদে রেখে দেওয়ার দিকে নজর দিন। এতে ফোনের ব্যাটারি গরম হয়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে।

মোবাইল ব্যাটারি বিস্ফোরণের প্রাথমিক লক্ষণসমূহ :

১. ফোন খুব গরম হয়ে যাওয়া। ২. ফোনের ব্যাটারি ফুলে যাওয়া বা ফোনের ডিসপ্লে আলগা হয়ে খুলে আসা। ৩. ফোন থেকে হঠাৎ রাসায়নিক গন্ধ বা ধোঁয়া নির্গত হওয়া ফোন বিষফোড়ণের মূল লক্ষণ।

PREV
click me!

Recommended Stories

বাড়িতে সহজে চাষযোগ্য ৭টি শীতকালীন সবজি
কেন ঘড়ি মানেই বাঁ হাত? উত্তর লুকিয়ে আছে শরীরের স্বভাব আর শত বছরের ইতিহাসে