Independence Day: স্বাধীনতা শুধুই একটা শব্দ নয়, একটি অনুভব, এই বিশেষ দিনে সকলকে জানান শুভেচ্ছা

Published : Aug 15, 2025, 07:16 AM IST

আজ আমাদের গর্ব করার দিন- কারণ আমরা স্বাধীন ভারতের নাগরিক। স্বাধীনতা দিবসে সকাল সকাল পরিচিতদের জানান শুভেচ্ছা, রইল সেরা ১০টি বার্তা

PREV
16

স্বাধীনতা দিবসের এই পবিত্র দিনে সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ।

যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। শুভ স্বাধীনতা দিবস।

26

ঐক্য, শান্তি, সমৃদ্ধির বার্তা নিয়ে আসুক স্বাধীনতা দিবসের দিনটি। সকলকে জানানই শুভেচ্ছা। শুভ স্বাধীনতা দিবস।

আসুন স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনে দেশের জন্য কিছু ভালো কাজের শপথ গ্রহণ করি। শুভ স্বাধীনতা দিবস।

36

পরাধীনতার শৃঙ্খল ভেঙে আমরা যে স্বাধীনতা পেয়েছি, তার মর্যাদা রক্ষাকরা আমাদের দায়িত্ব। শুভ স্বাধীনতা দিবস।

স্বাধীনতার এই মহান দিনে আসুন স্মরণ করি ভারতের সকল শহীদ ও মুক্তিযোদ্ধাকে। শুভ স্বাধীনতা দিবস।

46

স্বাধীনতা শুধুই একটা শব্দ নয়, এটি একটি অনুভব, একটি গর্ব। শুভ স্বাধীনতা দিবস, জয় হিন্দ।

এই দিনে আসুন সবাই মিলে সংকল্প নিই দেশের জন্য কিছু করার। শুভ স্বাধীনতা দিবস।

আজ আমাদের গর্ব করার দিন- কারণ আমরা স্বাধীন ভারতের নাগরিক। শুভ স্বাধীনতা দিবস।

56

স্বাধীনতা মানেই দায়িত্ব। চলুন সেই দায়িত্ব নিয়ে হই সদা সচেতন। সকলের জন্য রইল শুভ কামনা। শুভ স্বাধীনতা দিবস।

সাহস, ত্যাগ ও সংগ্রামের প্রতিচ্ছবি আমাদের স্বাধীনতা। আজকের এই দিনে সকলকে জানান শুভেচ্ছা।

66

জয় হোক গণতন্ত্রের, জয় হোক মানুষের অধিকারের। স্বাধীনতা দিবসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

দেশপ্রেমের আলোয় আলোকিত হোক সবার জীবন। স্বাধীনতা দিবসে জানাই অনেক অনেক শুভেচ্ছা।

Read more Photos on
click me!

Recommended Stories